Raj Kundra Update : আরও বিপাকে রাজ-শিল্পা, ৩ লক্ষ টাকা জরিমানা ঘোষণা করল সেবি
এবার শিল্পা শেট্টি, তাঁর স্বামী রাজ কুন্দ্রা ওরফে রিপু সুদান কুন্দ্রা ও তাঁদের সংস্থা ভিয়ান ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে ৩ লক্ষ টাকা জরিমানা ঘোষণা করল সেবি।
মুম্বই : অভ্যন্তরীণ ব্যবসা-বাণিজ্যের নিয়ম লঙ্ঘনের অভিযোগ। এবার শিল্পা শেট্টি, তাঁর স্বামী রাজ কুন্দ্রা ওরফে রিপু সুদান কুন্দ্রা ও তাঁদের সংস্থা ভিয়ান ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে ৩ লক্ষ টাকা জরিমানা ঘোষণা করল সেবি। এইসঙ্গে ও পৃথকভাবে ওই জরিমানার অর্থ দিতে হবে শেট্টি ও কুন্দ্রাকে(ভিয়ান ইন্ড্রাস্ট্রজের প্রোমোটার) বলে জানানো হয়েছে।
সেবির আদেশে বলা হয়েছে, ভিয়ান ইন্ডাস্ট্রিজের(পূর্বতন হিন্দুস্তান সেফটি গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড) ব্যবসায়িক কাজকর্ম নিয়ে তদন্ত চালায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। ২০১৩-র ১ সেপ্টেম্বর থেকে ২০১৫-র ২৩ ডিসেম্বর পর্যন্ত ব্যবসায়িক কাজকর্ম খতিয়ে দেখা হয়। তাতে দেখা গেছে যে, রিপু সুদান কুন্দ্রা, শিল্পা শেট্টি কুন্দ্রা ও ভিয়ান ইন্ডাস্ট্রিজ লিমিটেড সেবি রেগুলেশন ২০১৫-র ৭(২)(এ) ও ৭(২)(বি) বিধি লঙ্ঘন করেছে।
প্রসঙ্গত, অশ্লীল ছবি বানিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে তা সর্বত্র ছড়িয়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে শিল্পা শেট্টির স্বামীর বিরুদ্ধে। আর সেই অভিযোগে গত সোমবার গ্রেফতার করা হয়েছে ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে। রাজ কুন্দ্রার গ্রেফতারির পর পর্নকাণ্ডে শিল্পা শেট্টিকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। রেড করা হয় রাজ শিল্পার জুহুর বিলাসবহুল বাংলোও।
অন্যদিকে, রাজ কুন্দ্রার অফিসে তল্লাশি করে হদিশ মিলেছে গোপন আলমারি ও বেশ কিছু নথি ও কাগজপত্র। গত শনিবার পর্নকাণ্ডে অভিযুক্ত বিখ্যাত ব্যবসায়ীর অফিসে তল্লাশি চালায় মুম্বই পুলিশ। ভিয়ান ইন্ডাস্ট্রি ও জেএল স্ট্রিমের অফিসে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় প্রচুর ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত নথি। এর আগেও পর্নগ্রাফি শ্যুটিং-এর সঙ্গে যুক্ত থাকার সন্দেহে রাজের অন্ধেরীর অফিসে তল্লাশি চালিয়েছে মুম্বই পুলিশের একটি দল। সব মিলিয়ে, পর্নকাণ্ডে বিপাকে রাজ।
পর্নকাণ্ডে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে, এমনটাই দাবি মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের। রাজ কুন্দ্রার ৪ জন কর্মী সাক্ষী হতে তৈরি, খবর পুলিশ সূত্রে। রাজ কুন্দ্রার বিরুদ্ধে বহু তথ্য ক্রাইম ব্রাঞ্চকে দিয়েছেন ৪ জন কর্মী, এমনটাই দাবি মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের। এই ঘটনায় প্রতারিতদের তদন্তে সাহায্য করার জন্য আর্জি জানিয়েছে মুম্বই পুলিশের ক্রাইম বাঞ্চ। প্রতারিত হওয়ার অভিযোগে ইতিমধ্যেই ক্রাইম বাঞ্চের দ্বারস্থ হয়েছেন একজন। কীভাবে পর্ন চক্র চলত, তার বিস্তারিত তথ্য এসেছে পুলিশের হাতে। এদিকে গত ২৭ জুলাই জেল হেফাজতের মেয়াদ বাড়ে রাজের। ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ হয়।