এক্সপ্লোর
Advertisement
কেন পরিবারের সঙ্গে ফ্ল্যাটে থাকেন, আলাদা বাংলোয় নয়? সলমনের জবাব তৃপ্তি দেবে আপনাকে
মুম্বই: বিলাসবহুল বাংলো নয়, বাবা মা ভাই বোনদের সঙ্গে এতটুকু বাসাই তাঁর পছন্দ। এক রিয়্যালিটি শোতে জানালেন সলমন খান।
আসন্ন ছবি টিউবলাইটের প্রমোশনে ওই অনুষ্ঠানে যান সলমন। সেখানেই খুদে এক প্রতিযোগী তাঁকে প্রশ্ন করে, কেন তিনি এখনও ফ্ল্যাটে থাকেন, চাইলেই যখন উঠে যেতে পারেন বড়সড় কোনও বাংলোয়?
সলমন বলেন, তাঁর বান্দ্রার ফ্ল্যাট যে কোনও বিশাল, বিলাসবহুল বাংলোর থেকে তাঁর মনের অনেক বেশি কাছের। তাঁর ঠিক ওপরের ফ্ল্যাটেই তাঁর বাবা মা থাকেন। ছোটবেলা থেকে ওই কমপ্লেক্সের প্রতিটা মোড়, বাঁক তাঁর চেনা। সুতরাং ওটাই তাঁর ঠিকানা এখনও।
সলমন আরও বলেছেন, যে গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে তিনি থাকেন, সেটা একটা বিরাট পরিবারের মত। ছোটবেলায় সব ছেলেমেয়েরা একসঙ্গে নীচের বাগানে খেলতেন, কখনও কখনও ঘুমোতেনও একসঙ্গে। তখন সব বাড়িই মনে হত নিজের, যখন যার বাড়িতে ইচ্ছে গিয়ে খাওয়াদাওয়া সারতেন।
ওই বাড়ির সঙ্গে তাঁর অসংখ্য স্মৃতি জড়িত তাই ছেড়ে যাওয়ার প্রশ্নই ওঠে না।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আজ ফোকাস-এ
জেলার
জেলার
জেলার
Advertisement