এক্সপ্লোর
Advertisement
বিহারের মুখ্যমন্ত্রীর কাছে সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্ত চাইবেন শেখর সুমন
সুশান্তের মত্যুর পর যতদিন গিয়েছে, ক্রমেই ঘনিয়েছে রহস্য। কেউ কেউ তাঁর মত্যুর কারণ হিসেবে মনে করেছেন ডিপ্রেশন, কেউ আবার মনে করেছেন এর পিছনে বড়সড় কোনও ষড়যন্ত্রও থাকতে পারে। বলিউডের একাংশ সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তও দাবি করেছেন।
মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের মত্যুর ঘটনার পর কেটে গিয়েছে দুটি সপ্তাহ। কিন্তু এখনও সেই শোক কাটিয়ে উঠতে পারেনি অনেকেই। রবিবারই অভিনেতা নানা পাটেকর সুশান্তের পটনার বাড়িতে গিয়ে তাঁর বাবার সঙ্গে দেখা করেন। এবার সুশান্তের বাড়িতে যাওয়ার ইচ্ছেপ্রকাশ করলেন অভিনেতা শেখর সুমন। শুধু তা-ই নয়, তিনি জানিয়েছেন, সুশান্তের মত্যুর সিবিআই তদন্তের আর্জি জানাবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কাছে।
সুশান্তের মত্যুর পর যতদিন গিয়েছে, ক্রমেই ঘনিয়েছে রহস্য। কেউ কেউ তাঁর মত্যুর কারণ হিসেবে মনে করেছেন ডিপ্রেশন, কেউ আবার মনে করেছেন এর পিছনে বড়সড় কোনও ষড়যন্ত্রও থাকতে পারে। বলিউডের একাংশ সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তও দাবি করেছেন।
সোশ্যাল মিডিয়াতেও অনেকের দাবি, সুশান্ত আত্মহত্যা করেননি, খুন হয়েছেন। যদিও ময়না তদন্তের রিপোর্ট বলছে, আত্মহত্যাই করেছেন সুশান্ত। সুশান্ত অনুরাগীদের অবশ্য ধারণা, বলিউডে স্বজনপোষণের কোপে পড়েই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি।
এই সুরেই গলা মিলিয়ে শেখর সুমনের দাবি, এই ঘটনার সিবিআই তদন্ত হোক। তাঁর ছেলে অধ্যরনও এরকম সমস্যায় পড়ে আত্মহত্যার কথা ভেবেছিলেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement