Serial Update: ধারাবাহিকেও বিয়ের মরসুম, আবির-টুম্পার সাত পাক কি মোড় ঘোরাবে গল্পের?
Serial Update of Tumpa Autowali: আবিরকে দ্বিতীয়বার বিয়ে করা নিয়ে দোটানার মধ্যে ছিল টুম্পা। তবে শেষমেষ মত বদলে ফেলে সে। আবির ও টুম্পার পরিবার খুশিতে মেতে ওঠে এই বিয়েকে কেন্দ্র করে
কলকাতা: চারিদিকে বিয়ের মরসুম, আর সেই ঢেউ লেগেছে ছোটপর্দাতেও। কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'টুম্পা অটোওয়ালি' (Tumpa Autowali)-তেও দেখানো হচ্ছে বিয়ের গল্প। আবির ও টুম্পার বিয়েকে কেন্দ্র করে মেতে উঠেছে মল্লিক পরিবার। তারপরে? জনপ্রিয় এই ধারাবাহিকের গল্পে কোন নতুন মোড় আসবে সেই খোঁজ দিচ্ছে এবিপি লাইভ (ABP Live)।
আবিরকে দ্বিতীয়বার বিয়ে করা নিয়ে দোটানার মধ্যে ছিল টুম্পা। তবে শেষমেষ মত বদলে ফেলে সে। আবির ও টুম্পার পরিবার খুশিতে মেতে ওঠে এই বিয়েকে কেন্দ্র করে। আবিরকে হারিয়ে ফেলার দুঃস্বপ্নের কথা নিজের মায়ের কাছে বলে টুম্পা। জানতে চায়, এই বিয়ে নিয়ে তার পরিবার কি মত দেয়। ও সেই সমস্ত কথা শুনেই শেষমেষ বিয়ের পিঁড়িতে বসে সে।
অন্যদিকে বিয়ের সিদ্ধান্ত নিয়ে প্রথম দ্বিধায় ভুগছিল আবিরও। তবে সমস্ত পরিস্থিতি বুঝে নিজের মতবদল করে সে ও বিয়েতে রাজি হয় টুম্পার সঙ্গে। মিঞা ও বিবি রাজি হতেই, পরিবারে আনন্দের ঢল। সবাই মেতে ওঠে বিয়ের খুঁটিনাটি জোগাড়ে। তত্ত্ব থেকে শুরু করে সমস্ত আয়োজনই হাতে হাতে করে ফেলে বাড়ির সবাই। তবে কেবল সাত পাকে ঘোরা নয়, রীতিমতো আয়োজন করা হয় মেহেন্দি-সঙ্গীতেও। সব মিলিয়ে এখন ধারাবাহিক পরিবারের সবাই আনন্দে মাতোয়ারা।
এক ঝলকে 'টুম্পা অটোওয়ালি'র গল্প
বর্তমান দিনের কলকাতার প্রেক্ষাপটে তৈরি এই ধারাবাহিকের গল্প। ধারাবাহিকের মহিলা অটোচালকের ভূমিকায় টুম্পা। অটোচালক থেকে সুনিপুণ গৃহকর্ত্রী থেকে সফল ব্যবসায়ী হয়ে ওঠার ক্ষেত্রে টুম্পার যে সফর, সেই গল্পই বলে এই ধারাবাহিক।
ডোনা ভৌমিক অভিনীত টুম্পার জীবনের ঝলক মেলে এই ধারাবাহিকে। যে জীবিকা নির্বাহের জন্য অটো চালায় কিন্তু সেই সঙ্গে নিজের পড়াশোনার প্রতিও একইভাবে প্রতিজ্ঞাবদ্ধ। পড়াশোনাও সমানতালে চালিয়ে যায় সে। তার অটোকে মানুষ হিসেবেই দেখে টুম্পা, যার নাম রেখেছে 'জান'। অন্যদিকে গল্পের অপর মুখ্য চরিত্র আবির। অভিনয়ে সায়ন বসু। সে এক সফল অ্যাপ-ক্যাব সংস্থার মালিক। তবে স্বভাবের দিক থেকে বেশ অহঙ্কারী সে।
তাঁদের স্বভাব চরিত্র একেবারে ভিন্ন মেরুর হওয়া সত্ত্বেও ভাগ্যের ফেরে টুম্পা ও আবিরের বিয়ে হয় একে অপরের সঙ্গে। নিজেদের শ্রেণি বিভাজন ভুলে একসঙ্গে থাকা এবং নতুন জীবনের পথে এগিয়ে চলাই এই ধারাবাহিকের গল্প। তাঁদের এই অসম জুটি বেশ পছন্দ করেন দর্শক।
আরও পড়ুন: Sandipta Marriage: 'গুলাবি হ্যায় সফর'... সৌম্য-সন্দীপ্তার প্রেমের পরিণতি! রইল বিয়ের প্রথম ছবি
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।