Pathan Song Shooting: বলিউডে প্রথমবার, জানেন কোথায় 'পাঠান' ছবির গানের শ্যুটিং করবেন শাহরুখ-দীপিকা?
পাঠান ছবিতে শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনকে ছাড়াও অভিনয় করতে দেখা যাবে জন আব্রাহামকে। এখনও পর্যন্ত যা খবর সামনের বছরের দ্বিতীয় পর্বে এই ছবি রিলিজ করতে পারে।
মুম্বই : বলিউড ছবিতে এখন আর শুধুই গল্প কিংবা ইতিহাসের বা দেশের কিংবা বিদেশের আর্থ সামাজিক বিষয়ই দেখানো হয় না। বলিউড ছবিগুলো গোটা বিশ্বের পর্যটন শিল্পকে চাঙ্গা করার দায় নিয়েছে যেন। তাই এখনকার বলিউড সিনেমা মানেই এমন এমন দেশে শুটিং করা, যে জায়গাগুলো দেখতে খুব সুন্দর। লাখ-লাখ পর্যটক যে জায়গাগুলোতে ঘুরতে যান। অথবা বলিউড সিনেমার প্রোমোশনের ফলে সেই জায়গাটা হয়ে ওঠে পর্যটকদের গন্তব্যস্থল। এতদিন মায়োরকা শব্দটা বাঙালিদের কাছে জনপ্রিয় ছিল ফুটবলের জন্যই। স্পেনের লা লিগার অনেক দর্শক রয়েছে ভারতে। সেই লা লিগাতেই দাপটের সঙ্গে খেলে রিয়েল মায়োরকা। এবার সেই মায়োরকাতেই শুটিং করতে যাচ্ছে টিম 'পাঠান' (Pathan)। বলা ভাল, শাহরুখ খান (Shah Rukh Khan) এবং দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। শুধু মায়োরকাতেই অবশ্য নয়। শুটিং হবে কাদিজ এবং ভির দি লা ফ্রন্তেরাতেও। প্রসঙ্গত, মায়োরকার সমুদ্র সৈকতের খ্যাতি জগতজোড়া। কাদিজও মূলত সমুদ্র সৈকত শহর। আর ভির দি লা ফ্রন্তেরার সারা-সারি সাদা বাড়ির জৌলুস গোটা বিশ্বেই সমাদৃত। এবার বলিউড ছবির শুটিং সেখানে হলে, স্পেনে পর্যটকদের সংখ্যা বেড়ে গেলে অবার হওয়ার কিছু নেই।
আরও পড়ুন - Ranjit Mallick Birthday: জন্মদিনে জেনে নিন রঞ্জিত মল্লিক সম্পর্কে কয়েকটা অজানা তথ্য
সূত্রের খবর টিম 'পাঠান' অক্টোবরের ১০ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত স্পেনে শুটিং করবে। 'পাঠান' ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ বলেছেন, 'এর আগে বলিউডের কোনও ছবির শুটিংই মায়োরকাতে হয়নি। শুধু তাই নয়, কাদিজ এবং ভির দি লা ফ্রন্তেরাতেও কখনও হিন্দি ছবির শুটিং হয়নি। তাই দর্শকদের কাছে এই লোকেশন একেবারেই নতুন লাগবে। এই ছবির মাধ্যমেই দর্শকরা প্রথমবার পৃথিবীর অত্যন্ত সুন্দর এবং মনোরম জায়গাগুলো দেখবে।' সিদ্ধার্থ আনন্দ আরও বলেছেন, 'যখন কোনও পরিচালকের হাতে দেশের সবথেকে বড় দুজন সুপারস্টার থাকে, তখন পরিচালকের দায় থাকে, তাঁদের সুন্দর করে উপস্থাপনা করা। সেইজন্যই আমরা স্পেনের মায়োরকা এবং কাদিজ ও ভির দি লা ফ্রন্তেরাতে শুটিং করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, আমরা এমনভাবে গানের দৃশ্য শ্যুট করবো, এর আগে শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনকে পর্দায় কখনও দেখেনি দর্শকরা। তাঁদের ভাল লাগবে বলেই বিশ্বাস।'
আরও পড়ুন - বোল্ড পোশাকে ছবি পোস্ট, কোন পোশাকের জন্য এভাবে মারাত্মক ট্রোলের শিকার হচ্ছেন নোরা ফতেহি?
প্রসঙ্গত, 'পাঠান' ছবিতে শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনকে ছাড়াও অভিনয় করতে দেখা যাবে জন আব্রাহামকে। এখনও পর্যন্ত যা খবর সামনের বছরের দ্বিতীয় পর্বে এই ছবি রিলিজ করতে পারে। সেদিকে তাকিয়ে রয়েছে অগণিত কিং খানের অনুরাগীরা। কারণ, পরিচালক আনন্দ এল রাইয়ের 'জিরো' ছবির পর তাঁকে আর অন্য কোনও ছবিতে দেখা যায়নি। 'জিরো' ছবির পর 'পাঠান' ছবি দিয়েই কী বলিউডে কাম ব্যাক করবেন বলিউডের বাদশা? উত্তর অবশ্য সময়ই দেবে।