Ranjit Mallick Birthday: জন্মদিনে জেনে নিন রঞ্জিত মল্লিক সম্পর্কে কয়েকটা অজানা তথ্য
কোনও বালা ছবির টাইটাল কার্ডে রঞ্জিত মল্লিক নামটা থাকাই যথেষ্ট। মানুষ শুধু এই একটি নামের টানেই ছুটে গিয়েছেন সিনেমা হলে।
কলকাতা: আজ ২৮ সেপ্টেম্বর। জন্মদিন উত্তম কুমারোত্তর বাংলা ছবির সবথেকে জনপ্রিয় অভিনেতা রঞ্জিত মল্লিকের (Ranjit Mallick)। নায়ক কিংবা চরিত্রাভিনেতা। কোনও বালা ছবির টাইটাল কার্ডে রঞ্জিত মল্লিক নামটা থাকাই যথেষ্ট। মানুষ শুধু এই একটি নামের টানেই ছুটে গিয়েছেন সিনেমা হলে। তিনি ডায়লগ বললেই গোটা হল ফেটে পড়েছে হাততালি আর সিটির আওয়াজে। সত্যিই বাংলা ছবিতে উত্তম কুমার ছাড়া এতটা দাপুটে প্রভাব বোধহয় আরও কারও ছিল না। আজ কলকাতার প্রাক্তন শেরিফের জন্মদিনে জেনে নিন তাঁর সম্পর্কে কয়েকটা অজানা তথ্য।
১) ১৯৪৪ সালের ২৮ সেপ্টেম্বর কলকাতার ভবানীপুরে মল্লিক বাড়িতে জন্মগ্রহন করেন রঞ্জিত মল্লিক। ছোটবেলায় তাঁর ডাক নাম ছিল রঞ্জু।
২) একঝাঁক হিট ছবিতে অভিনয় করেছেন তিনি। এ নামগুলো লেখা শুরু করলে তাঁর কেরিয়ারের প্রায় সব ছবির নামই নিতে হবে। তবু, তাদের মধ্যে উল্লেখযোগ্য হিসেবে কয়েকটি ছবির নাম নিতে গেলে অবশ্যই বলতে হবে, - মৌচাক, ওগো বধূ সুন্দরী, গুরুদক্ষিণা, সাথী, কবিতা এবং হীরক জয়ন্তীর কথা।
আরও পড়ুন - বোল্ড পোশাকে ছবি পোস্ট, কোন পোশাকের জন্য এভাবে মারাত্মক ট্রোলের শিকার হচ্ছেন নোরা ফতেহি?
৩) রঞ্জিত মল্লিক প্রথমে পড়াশোনা করেন আশুতোষ কলেজে। পরে তিনি পড়াশোনা করেন শ্যামাপ্রসাদ কলেজে।
৪) ১৯৭১ সালে পরিচালক মৃণাল সেনের 'ইন্টারভিউ' ছবি দিয়ে টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় তাঁর।
৫) ১৯৮৪ সালে তিনি 'শত্রু' ছবিতে অ্যাকশন হিরোর চরিত্রে প্রথম অভিনয় করেন। এরপর থেকে তাঁকে অনেক ছবিতেই অ্যাকশন করতে দেখা গিয়েছে।
৬) রঞ্জিত মল্লিক ২০১৪ সালে কলকাতার শেরিফের পদে বসেন।
আরও পড়ুন - KBC 13: 'শানদার শুক্রবার'-এ এবার পঙ্কজ ত্রিপাঠী-প্রতীক গাঁধী, প্রকাশ পেল প্রোমো
৭) ২০১২ সালে তাঁকে রাজ্য সরকারের পক্ষ থেকে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করা হয়।
৮) রঞ্জিত মল্লিক তাঁর কেরিয়ারে প্রায় ২০০ ছবিতে অভিনয় করেছেন।
৯) তাঁর প্রথম ছবি 'ইন্টারভিউ' এর জন্য তিনি চেক প্রজাতন্ত্রের অত্যন্ত সম্মানীয় কারলভি ভারি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার পান।
১০) রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল মল্লিকও বাংলা ছবির অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী।