Shah Rukh Khan: পুরনো বন্ধুর বিয়েতে আবেগঘন বার্তা কিং খানের, প্রশংসায় অনুরাগীরা
Shah Rukh Khan Update: ভিডিও পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে ভাইরাল। তাঁর বিনয়ী মনোভাবের প্রশংসায় ফেটে পড়েন অনুরাগীরা। নবদম্পতির সঙ্গে কিং খানের ছবিও ভাইরাল হয়ে যায়।
নয়াদিল্লি: তাঁর অভিনয়, তাঁর সিনেমা, তাঁর রোম্যান্টিক গানের জন্য তিনি গোটা বিশ্বে জনপ্রিয়। তিনি বলিউডের বেতাজ বাদশা। তাঁর বয়সের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে অনুরাগীর সংখ্যা। তিনি শাহরুখ খান (Shah Rukh Khan)। কিন্তু এত খ্যাতি সত্ত্বেও তিনি যেন সর্বদা মাটির কাছের মানুষ। তাঁর সারল্য, সুন্দর ব্যবহার বারবার মন জয় করে অনুরাগীদের। সম্প্রতি আবারও এমন একটি ভিডিও হল ভাইরাল।
বিনয়ী বাদশা
সম্প্রতি গাঁটছড়া বেঁধেছেন শাহরুখ খানের পুরনো বন্ধু এবং সহকর্মী বেলা মলচন্দানি (Bella Mulchandani)। সেই অনুষ্ঠানে গিয়ে নবদম্পতির উদ্দেশে তাঁর বার্তা মন ছুঁয়েছে সকলের। একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে তাঁর বার্তার ভিডিও শেয়ার করা হয়। বিগত বেশ কিছু বছর ধরে তাঁরা বন্ধু। এবং দুঃসময়েও কীভাবে বেলা শাহরুখের খেয়াল রেখেছেন সেই কথাও বলেন তিনি।
View this post on Instagram
ভিডিও পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে ভাইরাল। তাঁর বিনয়ী মনোভাবের প্রশংসায় ফেটে পড়েন অনুরাগীরা। 'জেন্টালম্যান' শাহরুখ খানের প্রশংসায় পঞ্চমুখ সকলে। নবদম্পতির সঙ্গে কিং খানের ছবিও ভাইরাল হয়ে যায়।
View this post on Instagram
অন্য অবতারে কিং খান
অন্যদিকে দিন কয়েক আগেই পঞ্চাশে পা দেন শাহরুখের বন্ধু পরিচালক-প্রযোজক কর্ণ জোহর। তারকাখচিত সেই বার্থডে পার্টিতে অবশ্যই সপরিবারে হাজির হয়েছিলেন শাহরুখ খান। ভাইরাল হওয়া ভিডিওয় তাঁকে নিজেরই পুরনো গানে নাচ করতেও দেখা যায়।