Shah Rukh Khan: 'বাদশাহি' উদযাপন, শাহরুখের উপস্থিতিতে 'পাঠান'-এর ট্রেলার ফুটিয়ে তুলল বুর্জ খলিফা
Pathaan: অন্যদিকে, বলিউডের কিং খানের অসংখ্য ফ্যানক্লাবের অন্যতম 'এসআরকে ইউনিভার্স' ২৫ জানুয়ারি একটি অনুষ্ঠানের পরিকল্পনা করছে
কলকাতা: এই ছবি মুক্তির জন্য কার্যত দিন গুনছেন অনুরাগীরা। কিন্তু শুধু ভারতে নয়, বিদেশের মাটিতেও সবাই উৎসাহী কিং খানের বড়পর্দায় প্রত্যাবর্তন নিয়ে। আর এবার বুর্জ খলিফাও সেজে উঠল বাদশাহের রঙে। বিশ্বের অন্যতম সুউচ্চ বিল্ডিংয়ে প্রদর্শিত হল 'পাঠান' (Pathaan)-এর ট্রেলার।
গতকাল অর্থাৎ ১৪ জানুয়ারি রাতে বুর্জ খলিফায় ফুটে ওঠে শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), জন আব্রাহাম (John Abraham) অভিনীত 'পাঠান' এর ট্রেলার। আর সেখানে হাজির ছিল ছবির নায়ক খোদ। এর আগেও শাহরুখের জন্মদিনে সেজে উঠেছে বুর্জ খলিফা। আর এবার কিং খানের প্রত্যাবর্তনের উদযাপনেও সামিল হল বুর্জ খলিফা।
আরও পড়ুন: Neil Nitin Mukesh Birthday: নামকরণ থেকে ব্যক্তিগত জীবন, রইল নীল নীতিন মুকেশের সম্পর্কে চমকদার তথ্য
অন্যদিকে, বলিউডের কিং খানের অসংখ্য ফ্যানক্লাবের অন্যতম 'এসআরকে ইউনিভার্স' ২৫ জানুয়ারি একটি অনুষ্ঠানের পরিকল্পনা করছে। ওই দলের তরফে ছবির মুক্তির দিনে দেশজুড়ে ২০০টিরও বেশি স্থানে ছবির স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছে। দেশজুড়ে প্রায় ২০০ মতো এমন বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এমন 'ফার্স্ট ডে ফার্স্ট শো'-এর আয়োজন করা হয়েছে মুম্বইয়েই সাত থেকে আটটা, দিল্লিতে প্রায় ৬টা।
স্বাভাবিকভাবে শুধুই ছবি দেখানো হবে তা নয়, সঙ্গে থাকবে 'পাঠান' স্টিকার, পোস্টার, কাট আউট ইত্যাদি। শাহরুখ খানের ছবি উৎসবের মতো উদযাপন করাই তাঁদের প্রধান উদ্দেশ্য এবং 'পাঠান'ও তাঁর অন্যথা নয়।
View this post on Instagram