Neil Nitin Mukesh Birthday: নামকরণ থেকে ব্যক্তিগত জীবন, রইল নীল নীতিন মুকেশের সম্পর্কে চমকদার তথ্য
Neil Nitin Mukesh Unknown Facts: একনজরে দেখে নেওয়া যাক তাঁক সম্পর্কে অজানা কিছু তথ্য।
মুম্বই: আজ জন্মদিন বলিউড অভিনেতা নীল নীতিন মুকেশের (Neil Nitin Mukesh)। একনজরে দেখে নেওয়া যাক তাঁর (Neil Nitin Mukesh Birthday) সম্পর্কে অজানা কিছু তথ্য।
নীল নীতিন মুকেশ সম্পর্কে অজানা তথ্য- (Unknown Facts)
১. কিংবদন্তি গায়ক মুকেশের নাতি হলেন নীল নীতিন মুকেশ। কমার্স নিয়ে স্নাতক হওয়ার পর অভিনয় জগতে আসেন তিনি।
২. সঙ্গীতের পরিবারে জন্ম হলেও বংশ পরম্পরায় গানের জগতে প্রবেশ করেননি নীল। বরং, নিজের স্বপ্নকে প্রাধান্য দিয়ে অভিনয় জগতে আসেন তিনি। অনুপম খেরের মতো অভিনেতার কাছে প্রশিক্ষণ নিয়ে অভিনয় জগতে আত্মপ্রকাশ হয় তাঁর।
৩. ২০০৭ সালে থ্রিলার 'জনি গদ্দার' ছবি দিয়ে বলিউডে পা রাখেন নীল। প্রথম ছবিতে অভিনয়ের পরই সমালোচকদের কাছ থেকেও প্রশংসিত হন তিনি। এই ছবিতে দুরন্ত পারফরম্যান্সের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের জন্য মনোনীতও হন। যদিও বক্স অফিসে বিশেষ দাগ কাটতে পারেনি ছবিটি।
আরও পড়ুন - Lalit Modi: অক্সিজেন সাপোর্টে ললিত মোদি, সুস্থতা কামনা সুস্মিতা ভাইয়ের
৪. শোনা যায়, নীল নীতিন মুকেশ 'জনি গদ্দার' ছবিতে অভিনয় করেছেন জানতে পেরে তাঁর সঙ্গে ৬ মাস কথা বলেননি তাঁর বাবা।
৫. ক্যামেরার পিছনেও কাজ করেছেন নীল নীতিন মুকেশ। কলেজে পড়াকালীন 'মুঝসে দোস্তি করোগে' ছবিতে আদিত্য চোপড়ার সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন তিনি।
৬. দক্ষিণী ছবিতেও দেখা গিয়েছে নীল নীতিন মুকেশকে। খলনায়কের চরিত্রে বেশিরভাগ সময় অভিনয় করেছেন।
৭. নীল নীতিন মুকেশের নাম কে দিয়েছিলেন জানা আছে? সঙ্গীতের সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর নামকরণ করেছিলেন নীলের। গত বছর যখন প্রয়াত হন লতা মঙ্গেশকর, সে সময়ে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সুর সম্রাজ্ঞীর সঙ্গে পরিবারের একটি অদেখা ছবি পোস্ট করে লেখেন, 'মুকেশ পরিবারের ৪ প্রজন্মের সকলেই ওঁকে (লতা মঙ্গেশকর) অত্যন্ত ভালোবাসে। তাঁদের মধ্যে ৩ প্রজন্ম হয়তো ওঁর সঙ্গে কাজ করেননি। কিন্তু ওঁর অবদানও অস্বীকার করতে পারেন না। ভুলতে পারব না, তিনি আমার নামকরণ করেছিলেন। ঈশ্বরদের মধ্যে একজন তিনি। আমরা আপনাকে চিরকাল ভালোবাসব।'
৮. পরিবারের পছন্দের মেয়েকে বিয়ে করেন নীল নীতিন মুকেশ। ২০১৭ সালে রুক্মিণী সহায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।