18 Years of 'Veer Zaara': ১৮ বসন্ত পেরিয়ে আজ প্রাপ্তবয়স্ক বীর-জারার প্রেমকাহিনি, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন প্রীতি
'Veer Zaara': শাহরুখ, প্রীতি ও রানি ছাড়াও ছবিতে অভিনয় করেছিলেন অনুপম খের, কিরণ খের, অমিতাভ বচ্চন, মনোজ বাজপেয়ী, দিব্যা দত্ত প্রমুখ। যশ চোপড়া পরিচালিত এই ছবি ব্লকবাস্টার হিট হয়।
নয়াদিল্লি: বীর ও জারার প্রেমকাহিনির ১৮ বছর পূর্তি। শাহরুখ খান, প্রীতি জিন্টা ও রানি মুখোপাধ্যায় অভিনীত সেই কালজয়ী রোম্যান্টিক ড্রামা আজ প্রাপ্তবয়স্ক। আর এই বিশেষ ছবির কথা মনে করে প্রযোজনা সংস্থা 'যশ রাজ ফিল্মস'-এর পক্ষ থেক পোস্ট করা হয়েছে একটি ভিডিও। পোস্ট করেছেন প্রীতি জিন্টাও।
'বীর জারা'র ১৮ বছর পূর্তি
এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন প্রীতি। ছবির একাধিক দৃশ্যের কোলাজ, নেপথ্যে চলছে ছবির বিখ্যাত 'তেরে লিয়ে' গানটি। ক্যাপশনে লেখেন, 'অনেক সিনেমা হয়েছে এবং অনেক সিনেমা হবে কিন্তু বীর জারার সঙ্গে কোনও কিছুর তুলনা হয় না। যশ চোপড়া ফিল্মসের জাদু, রোম্যান্সের প্রতি তার ভালবাসা এবং তার চরিত্রগুলির বিশুদ্ধতার সঙ্গে কিছুই তুলনা করে না। পুরানো দিনের ভালবাসায় বিশ্বাস করা এবং এমন বিশুদ্ধ উদ্দেশ্য নিয়ে কাউকে ভালবাসা যে কোনও সীমানা, কোনও ধর্ম এবং কোনও কাঁটাতার সেই ভালবাসাকে আলাদা রাখতে পারে না। ধন্যবাদ আদি চোপড়া বীর জারার দুনিয়া তৈরি করার জন্য এবং ছবিটাকে এত স্পেশাল করার জন্য প্রত্যেককে ধন্যবাদ।'
View this post on Instagram
'যশ রাজ ফিল্মস'-এর তরফ থেকেও একটি ভিডিও কোলাজ পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, 'বীর এবং জারা আমাদের শিখিয়েছে যে সত্যিকারের ভালবাসার অস্তিত্ব আছে এবং 'সচ্চি মহব্বত জিন্দেগি মে সিরফ এক বার হোতি হ্যায়, অউর যব হোতি হ্যায় তো কোই ভগবান ইয়া খুদা উসে নাকামিয়াব না হোনে দেতা'।'
আরও পড়ুন: Sonali Bendre: হাতে হাত রেখে পথ চলার দুই দশক পার, বিবাহবার্ষিকীতে আবেগঘন সোনালি বেন্দ্রে
View this post on Instagram
শাহরুখ, প্রীতি ও রানি ছাড়াও ছবিতে অভিনয় করেছিলেন অনুপম খের, কিরণ খের, অমিতাভ বচ্চন, মনোজ বাজপেয়ী, দিব্যা দত্ত প্রমুখ। যশ চোপড়া পরিচালিত এই ছবি ব্লকবাস্টার হিট হয়। ১৮ বছর পরেও এখনও মানুষের প্রিয়। সম্পূর্ণ বিনোদন প্রদানের জন্য ছবিটি জাতীয় পুরস্কারও পায়।