এক্সপ্লোর
ছুটি কাটাতে গিয়ে ধূমপান থেকে বিরত শাহরুখ

মুম্বই: লস অ্যাঞ্জেলেসে ছুটি কাটাতে গিয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। সেখানে গিয়ে তিনি ধূমপান করেননি। ট্যুইটারে একটি ছবি পোস্ট করে এ কথা জানিয়েছেন স্বয়ং শাহরুখ। ছবিতে দেখা যাচ্ছে, বলিউডের এই সুপারস্টার একটি বোর্ডের সামনে দাঁড়িয়ে আছেন, যেটায় লেখা আছে, স্মোকিং এরিয়া।
And I refrained from smoking even though the area sanctioned it! For a break in LA. pic.twitter.com/TeVymKbl7k
— Shah Rukh Khan (@iamsrk) July 19, 2017
আসন্ন ছবি জব হ্যারি মেট সেজলের প্রচার থেকে সাময়িক বিরতি নিয়েছেন শাহরুখ। ইমতিয়াজ আলি পরিচালিত এই ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন অনুষ্কা শর্মা। ছবিটি মুক্তি পাওয়ার কথা ৪ অগাস্ট। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















