Shah Rukh Khan: 'মাসিক আয় কত?' অনুরাগীর প্রশ্নের উত্তরে অঙ্কটা জানালেন শাহরুখ খান
Shah Rukh Khan on Monthly Income: 'পাঠান' নিয়েই কথোপকথন হচ্ছিল.. হঠাৎ 'আস্ক এসআরকে' -কে একজন কিংখানের দিকে প্রশ্ন ছুঁড়ে বসেন এক মাসে কত আয় করেন শাহরুখ খান?
মুম্বই: 'পাঠান' (Pathaan) মুক্তির আগে ফের 'আস্ক এসআরকে' (AskSRK)। ইতিমধ্যেই শাহরুখ খান (Shah Rukh Khan)-এর প্রিয় এই খেলার সঙ্গে পরিচিত অনেকেই। ট্যুইটারে এই হ্যাশট্যাগে প্রশ্ন করলে উত্তর দেন খোদ কিং খান। শুধু সাধারণ মানুষ না, অনেক সময় শাহরুখের জন্য প্রশ্ন বা মন্তব্য় লেখেন বলিউডের অন্যান্য তারকারাই। আর নিজস্ব স্টাইলে তাঁদের উত্তর দেন শাহরুখ।
'পাঠান' নিয়েই কথোপকথন হচ্ছিল.. হঠাৎ 'আস্ক এসআরকে' -কে একজন কিংখানের দিকে প্রশ্ন ছুঁড়ে বসেন এক মাসে কত আয় করেন শাহরুখ খান? কথায় বলে, কাউকে এভাবে সরাসরি আয়ের কথা জিজ্ঞাসা করা অনুচিত। কিন্তু তিনি শাহরুখ খান। তিনি প্রশ্নের উত্তর দেন নিজস্ব স্টাইলে।
এই ট্যুইটের উত্তরে শাহরুখ লেখেন, 'অফুরান ভালবাসা অর্জন করে নিই। প্রতিদিন।' জানুয়ারি মাসেই মুক্তি পাচ্ছে 'পাঠান' (Pathaan)। শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), জন আব্রাহাম (John Abraham) অভিনীত এই ছবি ঘিরে দর্শকদের যথেষ্ট উত্তেজনা রয়েছে।
Pyaar Beshumaar kamata hoon….har din https://t.co/pdsbvG8GAU
— Shah Rukh Khan (@iamsrk) January 4, 2023
অন্যদিকে, ওই প্রশ্নোত্তর পর্বে এক অনুরাগী জিজ্ঞেস করেন 'আলিয়া আপনাকে কেন এসআর বলে ডাকেন?' তাঁর উত্তরে আলিয়া যা বললেন তা তো ভাইরাল হলই, উল্টে কিং খানের থেকেও নয়া নাম পেলেন সদ্য মা হওয়া অভিনেত্রী।ফ্যানের ট্যুইটের উত্তের অভিনেতা লেখেন, 'মানে হতে পারে স্যুইট (মিষ্টি) ও রোম্যান্টিক বা হয়তো সিনিয়র ও রেসপেক্টেড (সম্মানীয়) বা হয়তো শুধুই শাহরুখ।' এর উত্তরে আলিয়া ট্যুইটারেই লেখেন এই 'এসআর' নামের মানে কী। তিনি বলেন, 'এর মানে অনেকটা স্যুইট অ্যান্ড রেসপেক্টেড। কিন্তু ২৫ জানুয়ারি থেকে আমি এই নাম বদলে তোমাকে পাঠান বলে ডাকব। আমি কী ক্রিয়েটিভ না?'