Pathaan: তাঁর নাচে মুগ্ধ কিং খান, বললেন আগে জানলে দীপিকার জায়গার তাঁকেই নিতেন
Pathaan: বিশ্বজুড়ে খ্য়াতি পাওয়ার পর সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে পাঠান।
কলকাতা: দেশ ও বিদেশের প্রেক্ষাগৃহে রমরম করে চলেছে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত ছবি 'পাঠান'। ওটিটিতে মুক্তি পেয়েছে এই ছবি। এবার 'ঝুমে জো পাঠান' গানে এক বয়স্ক মহিলার নাচ সাড়া দিল স্বয়ং শাহরুখ খানকে।
ওটিটিতে পাঠান মুক্তি পাওয়ার পর, অভিনেতা শাহরুখ খান তাঁর ভক্তদের একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন, ও তাদের পাঠানো ভিডিওগুলিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে প্রাইম ভিডিও দ্বারা শেয়ার করা একটি ক্লিপে শাহরুখ বলেছেন, "আমার কাছে আপনার মন্তব্য-প্রশ্ন এবং বেশ কিছু ভিডিও আছে। আপনাদের প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা করেছি। "
পাঠানো ভিডিওগুলির মধ্য়ে শাহরুখ খান প্রথমে পাঠানের টাইটেল ট্র্যাক ঝুমে জো পাঠানে একজন বয়স্ক মহিলার নাচের ভিডিও দেখেছিলেন। ক্লিপটি দেখার পর মুচকি হেসে শাহরুখ বলেন, "এটা সত্যিই হৃদয়গ্রাহী এবং খুব সুন্দর। এটা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ মীনা জি। আমি যদি আপনাকে আগে নাচতে দেখতাম, তাহলে হয়তো আমরা দীপিকাকে এটা না করতে বলতাম এবং আপনি এটা করো। আমি নিশ্চিত সেও কিছু মনে করবে না।"
প্রসঙ্গত, সম্প্রতি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানে (Irfan Pathan) নিজের ট্য়ুইটারে পোস্ট করলেন একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, তাঁর ছোট্ট ছেলে খুশি খুশি মুখে পাঠানের গানে পা মেলাচ্ছে। ভিডিওটি পোস্ট করে ইরফান ক্য়াপশানে লিখেছেন, ‘খানসাব অনুগ্রহ করে আপনার তালিকায় আরও একজন সবচেয়ে সুন্দর ভক্ত যোগ করুন...’। বলিউড বাদশাও স্বভাবতশ বেশ উচ্ছ্বসিত হয়েছেন এই পোস্টে। মজা করে সেই পোস্টের উত্তরে লিখেছেন, ছোটা পাঠান তো তোমার থেকেও বেশি প্রতিভাবান।
আরও পড়ুন...
Pathaan Song Viral: 'ছোটা পাঠান'- এ মুগ্ধ বলিউড বাদশা, ভাইরাল ইরফানের পোস্ট
২৫ জানুয়ারি, প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও জন আব্রাহাম (John Abraham) অভিনীত 'পাঠান'। প্রথম দিনের ভোরের শো থেকেই বক্স অফিসে ঝড় তুলেছিল এই ছবি। ভারতের দুই ব্লকবাস্টার ছবি 'কেজিএফ ২' (KGF Chapter 2) ও 'বাহুবলী ২' (Baahubali 2) ছবিকে পিছনে ফেলে দিয়েছিল 'পাঠান'। রেকর্ড গড়ে, মুক্তির পাঁচ দিনের মধ্যেই ২৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছিল এই ছবি।ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছিলেন যে 'কেজিএফ চ্যাপ্টার ২' ছবির হিন্দি সংস্করণ সপ্তম দিনে ২৫০ কোটির ক্লাবে পৌঁছেছিল। অন্যদিকে 'বাহুবলী ২' হিন্দি সংস্করণ অষ্টম দিনে ও আমির খানের 'দঙ্গল' দশম দিনে ২৫০ কোটির ক্লাবে পৌঁছেছিল। অর্থাৎ সেই হিসেবেও নতুন মাইলফলক 'পাঠান'-এর। সবচেয়ে দ্রুত ২৫০ কোটির ক্লাবে প্রবেশ করা হিন্দি ছবি ছিল এটি।