Ranbir Kapoor Alia Bhatt wedding: রণবীর-আলিয়ার বিয়ে প্রসঙ্গে এ কী প্রতিক্রিয়া শাহিদ কপূরের, অবাক নেটিজেনরা
অনুরাগীরা দারুণ খুশি দুই তারকার বিয়ের খবরে। বলিউড অভিনেতা শাহিদ কপূরকে যখন সংবাদমাধ্যমের পক্ষ থেকে রণবীর-আলিয়ার বিয়ের প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়. তখন তিনি যা প্রতিক্রিয়া দিলেন, তাতে অবাক নেট নাগরিকরা।
![Ranbir Kapoor Alia Bhatt wedding: রণবীর-আলিয়ার বিয়ে প্রসঙ্গে এ কী প্রতিক্রিয়া শাহিদ কপূরের, অবাক নেটিজেনরা Shahid Kapoor Refuses To Talk About Alia Bhatt And Ranbir Kapoor's Wedding, Here's Why, know in details Ranbir Kapoor Alia Bhatt wedding: রণবীর-আলিয়ার বিয়ে প্রসঙ্গে এ কী প্রতিক্রিয়া শাহিদ কপূরের, অবাক নেটিজেনরা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/08/847f5a9c6346516e767beea729d2f164_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: চলতি মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছএন রণবীর কপূর (Ranbir Kapoor) এবং আলিয়া ভট্ট (Alia Bhatt)। ইতিমধ্যেই বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, ১৩ থেকে ১৮ এপ্রিলের মধ্যে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তাঁরা। বি টাউনে কান পাতলেই রণবীর-আলিয়ার বিয়ের (Ranbir Kapoor Alia Bhatt Wedding) শেষ মুহূর্তের প্রস্তুতির কথা শোনা যাচ্ছে। যদিও রণবীর কপূর কিংবা আলিয়া ভট্ট অথবা তাঁদের পরিবারের পক্ষ থেকে এখনও কোনও অফিশিয়ালি ঘোষণা করা হয়নি। অনুরাগীরা দারুণ খুশি দুই তারকার বিয়ের খবরে। কিন্তু বলিউড অভিনেতা শাহিদ কপূরকে (Shahid Kapoor) যখন সংবাদমাধ্যমের পক্ষ থেকে রণবীর-আলিয়ার বিয়ের প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়. তখন তিনি যা প্রতিক্রিয়া দিলেন, তাতে অবাক নেট নাগরিকরা।
রণবীর-আলিয়ার বিয়ের প্রসঙ্গে প্রতিক্রিয়া শাহিদ কপূরের-
বছর পাঁচেক ধরে একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন রণবীর কপূর এবং আলিয়া ভট্ট। করোনা পরিস্থিতির কারণে তাঁদের বিয়ে কিছুটা পিছিয়ে গিয়েছে। শোনা গিয়েছিল, নাহলে বেশ কিছুদিন আগেই তাঁরা বিয়ের পিঁড়িতে বসতেন। সাম্প্রতিক খবর অনুযায়ী জানা গিয়েছে, কপূর পরিবারের ঐতিত্যবাহী আর.কে হাউজেই তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। বলিউড অভিনেতা শাহিদ কপূরের সঙ্গে দুটি ছবিতে স্ক্রিন শেয়ার করেন আলিয়া ভট্ট। 'উড়তা পঞ্জাব' এবং 'শানদার' ছবিতে তাঁদের দেখা যায়। তবে, শুধু ছবির সহ-অভিনেতা হিসেবেই নয়, একে অপরের জন্মদিনে শুভেচ্ছাও জানান শাহিদ-আলিয়া। তাঁদের বন্ধুত্বের কথাও শোনা যায়। বিভিন্ন সময় শাহিদ কপূরকে 'প্রিয় বন্ধু'ও বলে থাকেন আলিয়া। সম্প্রতি 'যব উই মেট' তারকাকে রণবীর-আলিয়ার বিয়ের প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়। তিনি বলেন, 'ওঁরা যতক্ষণ না অফিশিয়ালি কোনও ঘোষণা করছেন, ততক্ষণ আমি কোনও মন্তব্য করব না। ততক্ষণ পর্যন্ত যদি এটা জল্পনা হয়, তাহলে জল্পনা।'
আরও পড়ুন - Viral Pic: বর্তমান সঙ্গীদের নিয়ে একসঙ্গে পার্টি করছেন হৃত্বিক-সুজান, ছবি ভাইরাল ঝড়ের গতিতে
প্রসঙ্গত, বর্তমানে শাহিদ কপূর ব্যস্ত রয়েছেন তাঁর নতুন ছবি 'জার্সি'র প্রচারে। গত বছর ৩১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটি। কিন্তু করোনার তৃতীয় ঢেউয়ের কারণে মুক্তি স্থগিত হয়ে যায়। অবশেষে আগামী ১৪ এপ্রিল মুক্তি পেতে চলেছে শাহিদ কপূরের 'জার্সি'। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে ম্রুণাল ঠাকুরকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পঙ্কজ কপূরকে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)