Viral Pic: বর্তমান সঙ্গীদের নিয়ে একসঙ্গে পার্টি করছেন হৃত্বিক-সুজান, ছবি ভাইরাল ঝড়ের গতিতে
তাঁদের যে ছবি পোস্ট হয়েছে সোশ্যাল মিডিয়ায়, তা দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের। চারজন একসঙ্গে পার্টি করছেন। শুধু তাই নয়, চারজন একসঙ্গে ক্যামেরায় পোজও দিয়েছেন হাসিমুখে। সেই ছবি পোস্ট করেন সুজান খান স্বয়ং।
![Viral Pic: বর্তমান সঙ্গীদের নিয়ে একসঙ্গে পার্টি করছেন হৃত্বিক-সুজান, ছবি ভাইরাল ঝড়ের গতিতে VIRAL Pic Of Hrithik Roshan-Saba Azad & Sussanne Khan-Arslan Goni Posing Together In Goa Is Breaking The Internet, know in details Viral Pic: বর্তমান সঙ্গীদের নিয়ে একসঙ্গে পার্টি করছেন হৃত্বিক-সুজান, ছবি ভাইরাল ঝড়ের গতিতে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/07/095da57026bf91dd7a841d3019aba60d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: হৃত্বিক রোশন (Hrithik Roshan) এবং তাঁর প্রাক্তন স্ত্রী সুজান খানের (Sussanne Khan) মধ্যের রসায়ন ঘিরে তোলপাড় নেট দুনিয়া। সদ্যই তাঁদের বর্তমান সঙ্গীর সঙ্গে বিমানবন্দরে হাত ধরাধরি ছবি দেখা যায় সোশ্য়াল মিডিয়ায়। পাপারাজ্জিদের পোস্ট করা ভিডিওতে দেখা যায় সাবা আজাদের (Saba Azad) হাত ধরে বিমানবন্দরে হেঁটে আসছেন হৃত্বিক রোশন। অন্যদিকে প্রেমিক আর্সলান গোনির হাত ধরে একই কায়দায় হেঁটে আসতে দেখা যায় সুজান খানকে। তবে, সম্প্রতি তাঁদের যে ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, তা দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের। চারজন একসঙ্গে পার্টি করছেন। শুধু তাই নয়, চারজন একসঙ্গে ক্যামেরায় পোজও দিয়েছেন হাসিমুখে। আর সেই ছবি পোস্ট করেন সুজান খান স্বয়ং।
সুজান খানের পোস্ট করা ছবি ভাইরাল-
বুধবার রাতের দিকে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন বলিউড তারকা হৃত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান। ভিডিওটি বেশ কিছু স্টিল ছবি দিয়ে তৈরি হয়েছে। কোনও ছবিতে তাঁকে দেখা যাচ্ছে আর্সলান গোনির সঙ্গে। কোনও ছবিতে আবার হৃত্বিক-সাবার সঙ্গেই পার্টিতে মজে তাঁরা। ভিডিও এবং ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, সুজান খান সম্প্রতি গোয়ার একটি রেস্তোরাঁর ইন্টেরিয়র ডিজাইন করেছেন। আর সেই উপলক্ষেই গোয়ায় বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে উদযাপন করছিলেন। সেখানে হাজির ছিলেন হৃত্বিক রোশন এবং তাঁর সঙ্গী সাবা আজাদ। সকলে একসঙ্গে আনন্দ উপভোগ করেন। সেই ছবিই ভাইরাল হয়েছে নেট মাধ্যমে।
আরও পড়ুন - Ram Charan Updates: 'আরআরআর' ছবির সাফল্য পার্টিতে খালি পায়ে হাজির রাম চরণ! কেন?
প্রসঙ্গত, ২০০০ সালে সুজান খানের সঙ্গে বিয়ে হয় হৃত্বিক রোশনের। ১৪ বছর বিবাহিত জীবন কাটানোর পর তাঁরা স্বামী-স্ত্রী সম্পর্কে ইতি টানেন ২০১৪ সালে। যদিও বিবাহিত জীবনে ইতি টানলেও দুজনেই একসঙ্গে তাঁদের দুই সন্তানের দেখভাল করেন। বর্তমানে সুজান খান টিভি অভিনেতা অ্য়ালি গোনির তুতোভাই আর্সলান গোনির সঙ্গে সম্পর্কে রয়েছেন। অন্যদিকে সাবা আজাদের সঙ্গে হৃত্বিক রোশনের সম্পর্কের কথাও শোনা যাচ্ছে। মুম্বই বিমানবন্দরে দুই তারকাকে একসঙ্গে দেখে নেটিজেনরা কমেন্ট করছেন যে, তাঁরা কি অবশেষে সম্পর্কে শীলমোহল দিলেন? উত্তর সময় বলবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)