Jersey Updates: পর্দায় ক্রিকেটারের চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য দিনে কতক্ষণ অনুশীলন করতেন শাহিদ?
সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড অভিনেতা শাহিদ কপূর (Shahid Kapoor) জানালেন, পর্দায় ক্রিকেটারের চরিত্র সঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য দিনে কতক্ষণ অনুশীলন করতেন তিনি।
![Jersey Updates: পর্দায় ক্রিকেটারের চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য দিনে কতক্ষণ অনুশীলন করতেন শাহিদ? Shahid Kapoor Says, 'I Used To Play Cricket 4-5 Hours A Day', To Prepare For His Role In 'Jersey', know in details Jersey Updates: পর্দায় ক্রিকেটারের চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য দিনে কতক্ষণ অনুশীলন করতেন শাহিদ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/06/e7fac759635e3ce5d27a5cbbfd04f5af_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: প্রথমবার ক্রিকেটারের চরিত্রে দেখা যেতে চলেছে বলিউড অভিনেতা শাহিদ কপূরকে (Shahid Kapoor)। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আগামী ১৪ এপ্রিল মুক্তি পাবে 'জার্সি' (Jersey)। শেষ মুহূর্তের প্রচার পর্ব চলছে। 'জার্সি'র প্রচারে মুম্বইয়ের বিভিন্ন জায়গায় দেখা পাওয়া যাচ্ছে শাহিদ কপূর, ম্রুণাল ঠাকুর ও ছবিৎ অন্যান্যদের। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানালেন, পর্দায় ক্রিকেটারের চরিত্র সঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য দিনে কতক্ষণ অনুশীলন করতেন তিনি।
অনুশীলন প্রসঙ্গে শাহিদ কপূর-
এক সাক্ষাৎকারে শাহিদ কপূর বলেন, 'এই ছবিতে আমাকে দেখা যাবে একজন ক্রিকেটারের চরিত্রে। আমরা প্রায় চার মাস অনুশীলন করেছি। মুম্বইয়েই অনুশীলন চলত। আমাকে দিনের অনেকটা সময় ক্রিকেট প্র্যাকটিস করতে হত। চার মাস প্রত্যেকদিন আমি প্রায় ৪ থেকে ৫ ঘণ্টা অনুশীলন করতাম। যাতে পর্দায় সঠিকভাবে ক্রিকেটারের চরিত্র ফুটিয়ে তুলতে পারি।' প্রসঙ্গত, এর আগে এক সাক্ষাৎকারে শাহিদ কপূর জানিয়েছিলেন যে, এই ছবির শ্যুটিং করাকালীন তাঁর মারাত্মক চোট লাগে। পাশাপাশি সেলাইও পড়ে। সদ্যই মুক্তি পেয়েছে এই ছবির দ্বিতীয় ট্রেলার। দ্বিতীয় ট্রেলারে ক্রিকেটারের চরিত্রে নজর কাড়লেন অভিনেতা।
আরও পড়ুন - Tejasswi Prakash Updates: গাড়ি কিনলেন 'বিগ বস ১৫' জয়ী তেজস্বী প্রকাশ, দাম কত জানেন?
গত বছর ৩১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল শাহিদ কপূর অভিনীত ছবি 'জার্সি'র। কিন্তু করোনার তৃতীয় ঢেউয়ে যখন দেশের বিভিন্ন প্রান্তে সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে, সেই পরিস্থিতিতে এই ছবির মুক্তি স্থগিত হয়ে যায়। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শাহিদ কপূর এবং ম্রুণাল ঠাকুর। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতার বাবা পঙ্কজ কপূরকে। আগামী ১৫ এপ্রিল সিনেমা হলে মুক্তি পাবে 'জার্সি'।
'জার্সি' ছবিটি তেলুগু ছবি 'জার্সি'র অফিশিয়াল হিন্দি রিমেক। এর আগে জানা যায়, 'জার্সি' ছবিতে অভিনয়ের জন্য ৩১ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছিলেন শাহিদ কপূর। কিন্তু ছবির মুক্তি স্থগিত হয়ে যাওয়ার পর বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম থেকে নির্মাতাদের লোভনীয় প্রস্তাব দেওয়া হয়। ছবিটি যাতে ওটিটি প্ল্যাটফর্মের পরিবর্তে সিনেমাহলে মুক্তি পায়, তার জন্য নিজের পারিশ্রমিক থেকে ৫ কোটি টাকা কমিয়ে দেন অভিনেতা। শুধু তাই নয়, আনুষাঙ্গিক আরও খরচাখরচ বাবদ আরও ৫ কোটি টাকা কমিয়ে দেন তিনি। অর্থাৎ, মোট পারিশ্রমিকের থেকে ১০ কোটি টাকা কমিয়ে দেন শাহিদ কপূর। শোনা গিয়েছে, শাহিদের এমন আত্মত্যাগে আপ্লুত হন ছবি নির্মাতারা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)