এক্সপ্লোর
রিয়ার প্রতি এমন আচরণ কি চেয়েছিলেন সুশান্ত, প্রয়াত অভিনেতার ভক্তদের প্রশ্ন শত্রুঘ্নর
শত্রুঘ্ন বলেন, ‘রিয়ার প্রতি কি এই আচরণ ঠিক! সুশান্ত কি এমনটাই চেয়েছিলেন, তাঁর প্রেমিকার সঙ্গে এই ব্যবহার করা হোক।এক বছরের সম্পর্ক তাঁদের। বিচারের জন্য কেউ অপেক্ষা করতে রাজি নয়। যা হচ্ছে তা কি ঠিক?’

মুম্বই: অপরাধ প্রমাণ হওয়ার আগেই কেন রিয়া চক্রবর্তীর উপর সকলে দোষারোপ করছেন, কিছুদিন আগেই এমন প্রশ্ন তুলেছিলেন তাপসী পান্নু, বিদ্যা বালন, লক্ষী মাঞ্চু-র মতো অভিনেত্রীরা। আর এবার রিয়ার হয়ে মুখ খুললেন প্রবীণ অভিনেতা শত্রুঘ্ন সিনহা। বললেন, সুশান্ত নিশ্চয়ই চাননি যে তাঁর প্রেমিকা রিয়া চক্রবর্তীর প্রতি সকলে এমন আচরণ করুক। শত্রুঘ্ন বলেন, ‘রিয়ার প্রতি কি এই আচরণ ঠিক! সুশান্ত কি এমনটাই চেয়েছিলেন, তাঁর প্রেমিকার সঙ্গে এই ব্যবহার করা হোক।এক বছরের সম্পর্ক তাঁদের। বিচারের জন্য কেউ অপেক্ষা করতে রাজি নয়। যা হচ্ছে তা কি ঠিক?’ সুশান্তের ভক্তদের উদ্দেশে এভাবেই প্রশ্ন ছুঁড়ে দিলেন শত্রুঘ্ন সিনহা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুলেছেন প্রবীণ অভিনেতা। প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তের মোড় ঘুরেছিল তাঁর বাবার লিখিত অভিযোগ দায়ের করার পর থেকেই। সুশান্তের মৃত্যুর কারণ হিসেবে একাধিক তথ্যের ওপর নির্ভর করে বহু মানুষ বিশ্বাস করতে শুরু করে দেয় রিয়াই মূল দোষী। তাই তদন্তের মোড় যেদিকেই ঘুরুক না কেন, এখন রিয়াকে নিয়ে একাধিক প্রশ্ন। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদ মাধ্যম, বিভিন্ন মহলে রিয়াকে নিয়ে একাধিক কুমন্তব্য ছড়িয়ে পড়ছে দ্রুত। আর রিয়াকে এই অবস্থার মধ্যে পড়তে দেখেই এ ব্যাপারে নিজের মত প্রকাশ করেছেন শত্রুঘ্ন। অপরাধ প্রমাণিত না হওয়া রিয়ার প্রতি এই আচরণ পীড়া দিয়েছে তাঁকে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন



















