এক্সপ্লোর
Advertisement
প্রথম পরীক্ষায় করোনা নেগেটিভ প্রযোজক-কন্যা শাজা মোরানি
অবশেষে করোনা নেগেটিভ বলিউডের নামী প্রযোজক করিম মোরানির কন্যা শাজা মোরানি। যদিও হাসপাতাল থেকে ছাড়া পাবার আগে আরও একবার পরীক্ষা করা হবে তাঁকে।
মুম্বই: প্রথম পরীক্ষায় করোনা নেগেটিভ বলিউডের নামী প্রযোজক করিম মোরানির কন্যা শাজা মোরানি। যদিও হাসপাতাল থেকে ছাড়া পাবার আগে আরও একবার পরীক্ষা করা হবে তাঁকে।
বর্তমানে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সেখানেই ভর্তি রয়েছেন শাজার বাবা করিম মোরানিও। করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসায় তাঁকেও ভর্তি হতে হয়েছে হাসপাতালেই। শাজার বোন জোয়া মোরানিও ভর্তি রয়েছেন কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালে।
পরিবার সূত্রে খবর, চিকিৎসার শেষে আজ আবার করোনা পরীক্ষা করা হয় শাজার। এই পরীক্ষায় তার রিপোর্ট নেগেটিভ আসে। তবে আরও একবার পরীক্ষা করে হবে তাঁকে। সেই পরীক্ষার ফল আগামীকাল জানা যাবে। সেই রিপোর্ট নেগেটিভ এলে তবেই বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হবে তাঁকে।
মার্চের প্রথম সপ্তাহে শ্রীলঙ্কা থেকে ফেরেন শাজা। মার্চের মাঝামাঝি রাজস্থান থেকে ফেরেন জোয়া। দুজনের পরীক্ষার রিপোর্ট করোনা পজিটিভ হওয়ায় তাঁদের ভর্তি হতে হয় হাসপাতালে। তবে সম্পূর্ণ সুস্থ রয়েছেন তাঁদের মা জারা মোরানি।
করিম মোরানি শাহরুখ খানের অন্যকম প্রিয় বন্ধু। শাহরুখের দুটি সুপারহিট ছবি 'রা-ওয়ান' আর 'চেন্নাই এক্সপ্রেস' ছবির প্রযোজনা করেছেন তিনি। 'হ্যাপি নিউ ইয়ার' আর 'দিলওয়ালে' ছবিতেও সহ প্রযোজক ছিলেন তিনি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খবর
ক্রিকেট
জেলার
Advertisement