Shefali Jariwala: সুখের হয়নি দাম্পত্য, মানসিক অত্য়াচার সহ্য করতে না পেরে বিয়ে ভেঙেছিলেন শেফালি জারিওয়ালা!
Shefali Jariwala News: হরমীত সিংহের সঙ্গে বিবাহিত সম্পর্কে ছিলেন শেফালি। হরমীত একজন সঙ্গীতশিল্পী।

কলকাতা: বলিউডে একটি মিউজিক ভিডিওই ঝড় তুলে দিয়েছিল। তিনি পরিচিত হতে চেয়েছিলেন 'কাঁটা লগা গার্ল' হিসেবেই। সেই কারণেই কাজ কমিয়ে দিয়েছিলেন। তবে ব্যক্তিগত জীবনেও কম ঝড় পেরোননি অভিনেত্রী শেফালি জারিওয়ালা (Shefali Jariwala)। বিবাহিত জীবন সুখের ছিল না শেফালির। প্রথম বিয়ে ভেঙে যায় অভিনেত্রীর। স্বামীর বিরুদ্ধে মানসিক হেনস্থার অভিযোগ এনেছিলেন তিনি। শেষে পরাগ ত্যাগীর সঙ্গেই সংসার পাতেন শেফালি। কে ছিলেন 'কাঁটা লগা গার্ল' -এর প্রথম স্বামী?
হরমীত সিংহের সঙ্গে বিবাহিত সম্পর্কে ছিলেন শেফালি। হরমীত একজন সঙ্গীতশিল্পী। বর্তমানে ইউরোপের বাসিন্দা হরমীত। ২০০৫ সালে হরমীতের সঙ্গে বিয়ে করেছিলেন শেফালি। প্রেমের সম্পর্কই গড়ায় বিয়ের দিকে। তবে সুখের হয়নি শেফালির দাম্পত্য। হরমীতের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছিলেন তিনি। সেই সময়ে দেওয়া একটি সাক্ষাৎকারে শেফালি বলেছিলেন, হিংসা সবসময় কেবল শারীরিক হয় না। মানসিকও হয়। আর সেটার ফলে সম্পর্ক বিষিয়ে যেতে পারে। জীবন অসুখী হতে পারে।'
শেফালি জারিওয়ালার মৃত্যুর খবর ভেঙে পড়েছেন তাঁর প্রথম স্বামীও। তিনিও বর্তমানে ইউরোপে রয়েছেন। তিনি বার্তা পাঠিয়েছেন যে তিনি শেফালির মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন। এই ঘটনা একেবারেই অপ্রত্যাশিত তাঁর কাছে। যদিও শেফালির সঙ্গে আর যোগাযোগ ছিল না হরমীতের।
হরমীতের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরে শেফালি নিজের মতো করেই জীবন কাটাচ্ছিলেন। এরপরে একটি পার্টিতে পরাগ ত্য়াগীর সঙ্গে আলাপ হয় শেফালির। শেফালিকে প্রথমবার দেখেই প্রেমে পড়ে যান পরাগ। তবে 'হ্যাঁ' বলতে সময় নিয়েছিলেন শেফালি। ভালবাসার ওপর বিশ্বাস হারাননি শেফালি। পরাগের সঙ্গেই নতুন করে সংসার পেতেছিলেন তিনি। দ্বিতীয় সংসারে ভালই ছিলেন শেফালি। হামেশাই পরাগের সঙ্গে বিভিন্ন ভিডিও পোস্ট করতেন তিনি। তবে দীর্ঘস্থায়ী হল না সেই সম্পর্ক ও। অকালেই চলে গেলেন শেফালি
অন্যদিকে, ইতিমধ্যেই, শেফালি জাড়িয়াওয়ালার মৃত্যুর পর থেকেই পুলিশ তদন্তে নেমেছে। সূত্রের খবর, অভিনেত্রীর ময়নাতদন্তের রিপোর্ট আপাতত সুরক্ষিত রাখা হয়েছে। যদিও পুলিশ জানিয়েছে, এতে কোনো ষড়যন্ত্র বা সন্দেহজনক দিক পাওয়া যায়নি। এমনকি প্রাথমিক তদন্তেও কোনো সন্দেহজনক বিষয় পাওয়া যায়নি। তবে তাঁদের তদন্ত এখনও চলছে। অভিনেত্রীর মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত তাঁর স্বামী ছাড়াও বাড়ির কর্মচারী সহ ৮ জনের বয়ান রেকর্ড করা হয়েছে।
শেফালি জারিওয়ালাকে শেষ বিদায় জানাতে তাঁর পরিবার ছাড়াও ঘনিষ্ঠ বন্ধুরাও শেষকৃত্যে উপস্থিত ছিলেন। এই তালিকায় আরতি সিং, শেহনাজ গিল, মাহিরা শর্মা, পারাস ছাবরা, সম্ভবনা শেঠ, সুরভি চন্দনা, রশ্মি দেশাই, মিকা সিং এবং সুনিধি চৌহানের নাম রয়েছে। প্রত্যেকেই শেষ বিদায় জানাতে এসেছিলেন 'কাঁটা লগা গার্ল'-কে।






















