Shehnaaz Gill: আচমকাই অসুস্থ, হাসপাতালে ভর্তি অভিনেত্রী শেহনাজ গিল
Shehnaaz Admitted Hospital: হাসপাতালে ভর্তি রয়েছেন শেহনাজ গিল, হাসপাতালে তাঁকে দেখতে গিয়েছেন রিয়া কাপুর।
মুম্বই: শরীর খারাপ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী শেহনাজ গিল ( Shehnaaz Gill )। ছবি প্রচারের চরম ব্যস্ততার মাঝেই, আচমকাই তিনি অসুস্থ হয়ে পড়েন। জানা গিয়েছে, ছবি প্রচারের সময় তিনি কিছু খেয়ে ফেলেন, যার কারণ হিসেবে তাঁর পেট খারাপ হয়ে যায়। সংক্রমণ এতটাই বেড়ে যায় যে, শেষ অবধি তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। (Shehnaaz Admitted Hospital)
#shehnaazgill - get well soon my love!! Take care 😣🧿 pic.twitter.com/PP7GU333lD
— 𝐂𝐡𝐞𝐫𝐫𝐲 (@__flylilies__) October 9, 2023
শেহনাজ গিলের বলিউড অভিষেক হয়েছিল কিসিকা ভাই, কিসিকা জান ছবির মধ্য দিয়ে। মূলত এই মুহূর্তে থ্যাঙ্ক ইউ ফর কামিং ছবির জন্য শিরোনামে রয়েছেন। এই ছবিতে শেহনাজের অভিনয় প্রশংসা পেয়েছে। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু আচমকাই ছন্দপতন ঘটে। শরীর খারাপ হতেই আর ঝুঁকি নেননি তিনি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিজের সেই ছবি ইনস্টাগ্রামে দিয়েছেন। হাসপাতালে তাঁকে দেখতে গিয়েছেন রিয়া কাপুর। ভিডিওতে শেহনাজ বলেছেন, 'দেখুন সবার সময় আসে, আমার সঙ্গেও একই ঘটনা ঘটেছে। তবে বন্ধুরা আমি ভাল আছি। আমার ফুড ইনফেকশন হয়েছে।' উল্লেখ্য, জনপ্রিয় ভারতীয় রিয়েলিটি শো বিগ বসের ১৩ নম্বর সিজনে অংশগ্রহণ করেছিলেন অভিনেত্রী। আর তারপর থেকেই খবরের লাইমলাইট থেকে সরেননি তিনি। এমনকি সলমন খানের সঙ্গে তাঁর বন্ধুত্বের খবরও ভাইরাল একাধিকবার ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়। আর 'কিসি কা ভাই কিসি কি জান' ছবিতে শেহনাজ গিলের অভিনয় নজর কেড়েছে দর্শকের।
আরও পড়ুন, চিত্রকরের চরিত্রে টোটা, 'পিকাসো'-র রহস্য সমাধানে সামিল সৌরভ-সৃজলাও
এদিকে, 'কিসি কা ভাই কিসি কি জান' থেকেই তাঁকে নিয়ে নানা গুঞ্জন শুনতে পাওয়া যায়।মূলত শেহনাজের বিপরীতে অভিনয় করেছিলেন অভিনেতা ও নৃত্যশিল্পী রাঘব জুয়াল। আর তারপর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে ফিসফিস শুরু মুম্বইয়ে। যদিও যত গুঞ্জনই শোনা যাক শেহনাজ এখনও ভুলতে পারেননি প্রেমিক সিদ্ধার্থ শুক্লকে। ফিকে হয়নি ভালবাসা এতটুকুও। ভুলতে পারেনি অনুরাগীরাও। এখনও সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হ্যাশট্যাগ 'সিডনাজ'। সম্প্রতি এই নিয়ে সরব হয়েছেন খোদ ভাইজানও। অভিনেতা বলেন, 'সিদ্ধার্থও নিশ্চয়ই চাইবেন শেহনাজ তাঁর শোক কাটিয়ে উঠে স্বাভাবিক জীবনে ফিরুক। কিছুদিন আগে পর্যন্তও শেহনাজকে সবাই সিডনাজ বলে ডাকতেন। এখন সিদ্ধার্থ আর এই পৃথিবীতে নেই। কিন্তু ও সেখানেই থাকুক, ও নিশ্চয়ই চাইবে শেহনাজের জীবনে কেউ আসুক।'