এক্সপ্লোর
Advertisement
সিডনি বিমানবন্দরে জাতি বিদ্বেষের শিকার শিল্পা শেট্টি
সিডনি: অস্ট্রেলিয়ার এক বিমান সংস্থা কর্মীর বিরুদ্ধে জাতিগত কারণে দুর্ব্যবহারের অভিযোগ করলেন অভিনেত্রী শিল্পা শেট্টি। শিল্পা বলেছেন, তাঁর চামড়ার রং পছন্দ না হওয়ায় তাঁর সঙ্গে আপত্তিকর আচরণ করেছেন ওই বিমানকর্মী। ইনস্টাগ্রামে এ ব্যাপারে লম্বা পোস্ট দিয়েছেন তিনি।
শিল্পা সিডনি থেকে মেলবোর্ন যাচ্ছিলেন। সিডনি বিমানবন্দরে চেক ইনের সময় মেল নামে এক মহিলা কর্মচারী তাঁর সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। শিল্পা আপত্তি করলে তিনি বলেন, আপনাদের মত গায়ের রংয়ের লোকের সঙ্গে এমন ব্যবহারই করতে হয়। তাঁর কাছে দুটো ব্যাগ ছিল। তাঁর অর্ধেক খালি একটি ব্যাগ দেখিয়ে ওই মহিলা বলেন, সেটায় নিয়মের থেকে বেশি জিনিস ভরা হয়েছে। এরপর শিল্পা সেই ব্যাগটি নিয়ে অতিরিক্ত ওজনের জন্য বরাদ্দ কাউন্টারে যান। সেখানকার কর্মী বলেন, ব্যাগে মোটেই বেশি জিনিস নেই, তিনি তা নিয়ে যেতে পারেন।
এরপর ফের শিল্পা মেল নামে ওই কর্মীর কাছে গিয়ে তাঁর ব্যাগকে ছাড়পত্র দেওয়ার অনুরোধ করেন, বলেন, ব্যাগের ভার অতিরিক্ত নয় কিন্তু তিনি এবারেও সহযোগিতা করেননি। শিল্পার হাতে তর্কাতর্কি করার মত সময় না থাকায় ফের অতিরিক্ত ওজনের কাউন্টারে যান তিনি। ফের তাঁকে বলা হয়, তাঁর ব্যাগের ভার অতিরিক্ত নয়, তিনি তা নিয়ে যেতে পারেন। এরপর তিনি মেলের আচরণের ব্যাপারে জানানোয় ব্যাগটি ছেড়ে দেন ওই কর্মী।
শিল্পা লিখেছেন, তাঁর এই পোস্টের কারণ, সংশ্লিষ্ট বিমানসংস্থাকে এ ব্যাপারে জানানো যাতে তারা তাদের কর্মীদের যাত্রীদের সাহায্যের ব্যাপারে আর একটু সক্রিয় হওয়ার শিক্ষা দিতে পারে, যে গায়ের রংয়ের ভিত্তিতে বৈষম্য করা ঠিক নয়। তাদের জানা উচিত, অসংবেদনশীলতা ও অসভ্যতা বরদাস্ত করা হবে না। পোস্টে নিজের ব্যাগের ছবিও শেয়ার করেছেন তিনি।
এর আগে ২০০৭ সালে ইংল্যান্ডের রিয়্যালিটি শো সেলিব্রিটি বিগ ব্রাদার-এ যোগ দিতে গিয়েও তাঁকে বর্ণবৈষম্যের শিকার হতে হয়। যদিও সেই শো শেষ পর্যন্ত জিতে নেন তিনিই।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement