এক্সপ্লোর
Advertisement
কিছু না করাও যে গুরুত্বপূর্ণ শিখিয়েছে ২০২০, সাফ বললেন শিল্পা
ইনস্টাগ্রামে বরাবর সক্রিয় শিল্পা শেট্টি। মাঝেমধ্যেই নিজের ফিটনেস রুটিনের আপডেট দিয়ে থাকেন অভিনেত্রী। পোস্ট করেন যোগাসনের ভিডিও। সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম স্টোরি একটি ’অদ্ভূত‘ কথা জানিয়েছে। তিনি লিখেছেন, অতিমারির বছর তাঁকে শিখিয়েছে কিছু না করাও কত গুরুত্বপূর্ণ।
মুম্বই : ইনস্টাগ্রামে বরাবর সক্রিয় শিল্পা শেট্টি। মাঝেমধ্যেই নিজের ফিটনেস রুটিনের আপডেট দিয়ে থাকেন অভিনেত্রী। পোস্ট করেন যোগাসনের ভিডিও। সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম স্টোরি একটি ’অদ্ভূত‘ কথা জানিয়েছে। তিনি লিখেছেন, অতিমারির বছর তাঁকে শিখিয়েছে কিছু না করাও কত গুরুত্বপূর্ণ।
২০২০ সাল নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান চর্চা। করোনা অতিমারির এই বছর কবে শেষ হবে তা নিয়ে নানা মহলে আলোচনাও কম নয়। বিশ্ব জুড়ে যেন হাঁসফাঁস অবস্থা। এমন একটা সময়ে ২০২০ সাল নিয়ে নিজের সদর্থক ভাবনার কথা তুলে ধরলেন শিল্পা শেট্টি। সোশ্যাল মিডিয়ায় যোগাসনের ভিডিয়ো পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ’’ ২০২০ সালে, আমি শিখেছি যে উৎপাদনশীল ভাবে ব্যস্ত থাকাটাও যেমন গুরুত্বপূর্ণ... তেমন সময় সময়ে কিছু না করাটাও সমান গুরুত্বপূর্ণ। নিঃশব্দে বসে থাকুন, বাতাস অনুভব করুন, আপনার চারপাশ পর্যবেক্ষণ করুন, গাছেরাও নড়াচড়া করে, তা উপলব্ধি করার চেষ্টা করুন, দেখবেন ব্যস্ততার মধ্যে যে বিষয়গুলি আপনার নজরে পড়ে না, সেগুলি এমন সময়ে আপনার চোখে পড়বে।‘‘
করোনায় এত মৃত্যু, সংক্রমণ, চারদিকের এমন পরিস্থিতির মধ্যেও বছরের শেষ প্রান্তে এসে শিল্পা শেট্টি আশাবাদী। বিশ্বাস, খুশি, ভালোবাসা, সদর্থক ভাবনাতেই ভরসা রেখেছেন অভিনেত্রী। পরপর হ্যাশট্যাগ দিয়ে শিল্পা লিখেছেন, #শিল্পাকামন্ত্র #স্বোস্তরহোমাস্তরহো #হ্যাপিডিসেম্বর # হ্যাপিনেসচেকলিস্ট#গোলস #সেলফকেয়ার #মেন্টালহেলথকেয়ার।
১৩ বছর পর ’হাঙ্গামা ২ ও ’নিকাম্মা‘ ছবি দিয়ে বলিউডে ফিরছেন শিল্পা। এ বছরের অগস্টে ’হাঙ্গামা ২‘ মুক্তি পাওয়ার কথা থাকলেও কোভিড পরিস্থিতির জন্য তা পিছিয়ে যায়।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement