Shilpa Shetty: চোখ ধাঁধানো অবতারে নেট দুনিয়ায় ফিরলেন শিল্পা শেট্টি
Nikamma: সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধ করছেন জানানোর চারদিন পর নেট দুনিয়ায় ফিরে এলেন শিল্পা শেট্টি। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তিনি একটি টিজার পোস্টার শেয়ার করেছেন।
![Shilpa Shetty: চোখ ধাঁধানো অবতারে নেট দুনিয়ায় ফিরলেন শিল্পা শেট্টি Shilpa Shetty unveils her 'brand new avatar' as a superwoman, know in details Shilpa Shetty: চোখ ধাঁধানো অবতারে নেট দুনিয়ায় ফিরলেন শিল্পা শেট্টি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/16/6ca74667098ee80ab3574ac11cbf5b4c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: দিন কয়েক আগেই বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty) জানিয়েছিলেন যে, তিনি সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধ করছেন। সোশ্যাল মিডিয়া ব্যবহারে তাঁর একঘেয়েমি লাগছে। তাই যতদিন না নতুন কোনও 'অবতার'-এ পাচ্ছেন, ততদিন পর্যন্ত তিনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন না। অবশেষে সেই নতুন ''অবতার'' পেয়েছেন শিল্পা। আর একেবারে চোখ ধাঁধানো অবতারে সোশ্যাল মিডিয়ায় ফিরে এলেন তিনি।
নয়া অবতারে শিল্পা শেট্টি-
সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধ করছেন জানানোর চারদিন পর নেট দুনিয়ায় ফিরে এলেন শিল্পা শেট্টি। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তিনি একটি টিজার পোস্টার শেয়ার করেছেন। ভিডিওটি তাঁর আগামী ছবি 'নিকম্মা'র (Nikamma) টিজার পোস্টার। শিল্পা শেট্টির পোস্ট করা ভিডিওতে তাঁকে সুপার উওম্যানের লুকে দেখা যাচ্ছে। আর অনুরাগীদের জন্য বড় চমক নিয়ে ফিরে এলেন অভিনেত্রী। নয়া অবতার পোস্ট করে শিল্পা শেট্টি জানিয়েছেন যে তাঁর আগামী ছবি 'নিকম্মা'র ট্রেলার আসতে চলেছে আগামীকাল।
আরও পড়ুন - Vicky Kaushal Birthday: ছবি পিছু কত টাকা পারিশ্রমিক নেন ভিকি কৌশল?
প্রসঙ্গত, গত মাসের শুরুর দিকেই 'নিকম্মা' ছবির কথা ঘোষণা করেন শিল্পা শেট্টি। গত বছর বড় পর্দায় ফিরেছেন তিনি। দীর্ঘদিন পর তাঁর ছবি মুক্তি পায়। বড় পর্দা থেকে দীর্ঘ বিরতি নিয়ে 'হাঙ্গামা টু' ছবি দিয়ে কামব্যাক হয় তাঁর। যদিও সেটি সিনেমা হলে নয়, মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্মে। চলতি বছর তাঁর একাধিক ছবি মুক্তি পাবে। আর তাই শ্যুটিং নিয়েও অত্যন্ত ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। তবে, সোশ্যাল মিডিয়ায় সময় দিতে এতটুকুও কার্পণ্য করছেন না। কয়েকদিন আগেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি একটি পোস্ট করেছেন। নতুন ছবি 'নিকম্মা'র দুটি মুহূর্তের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'এবার অপেক্ষার শেষ আর বিনোদনের শুরু। আপনার ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন। আগামী ১৭ জুন সিনেমা হলে মুক্তি পেতে চলেছে 'নিকম্মা'। ' শিল্পা শেট্টির পোস্ট করা সেই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাচ্ছে ভাগ্যশ্রীর ছেলে অভিমন্যু দাসানিকে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)