এক্সপ্লোর
কর-মুক্ত হোক ‘পিঙ্ক’, চাইছেন পরিচালক সুজিত

মুম্বই: ‘পিঙ্ক’ রিলিজ হওয়ার পরই দর্শক ও সমালোচকদের প্রশংসা আদায় করে নিয়েছে। পরিচালক সুজিত সরকার চাইছেন, ছবিটি কর-মুক্ত হোক। তিনি বলেছেন, আমরা কেন্দ্র সরকারকে ছবিটি কর-মুক্ত করতে অনুরোধ জানিয়েছি। আমরা কথা বলছি। মন্ত্রকের কয়েকজন সিনেমাটি দেখে গিয়েছেন। সিনেমাটি তাঁদের ভালোও লেগেছে। চলতি সপ্তাহেই কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রকের জন্য স্পেশ্যাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হবে। মুক্তির পর থেকে এই কোর্ট রুম ড্রামা থ্রিলারটি বক্স অফিসে ২১ কোটি টাকার ব্যবসা করেছে। সুজিত অবশ্য বক্স অফিসের এই পরিসংখ্যানকে গুরুত্ব দিতে নারাজ। পরিচালক বলছেন, দর্শকদের কতটা ভালো লাগলো সেটাই বড় কথা। ‘পিঙ্ক’ সম্পর্কে সংবাদমাধ্যম ও দর্শকদের কাছ থেকে যে অভূতপূর্ব প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে তাতে অভিভূত সুজিত। মুক্তির পরও টিম-পিঙ্ক সিনেমাটি নিয়ে পুরোদমে প্রোমোট করার পরিকল্পনা নিয়েছে। সুজিত বলেছেন, মেয়েদের জন্য সিনেমাটি ফ্রি শো-র আয়োজন করতে চান। তিনি বলেছেন, এ ব্যাপারে কলকাতায় আলোচনা হবে। বিচারপতিদের সঙ্গেও আলোচনার চেষ্টা চলছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















