![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Pradhan: উত্তরবঙ্গে টানা ১৭দিন শ্যুটিং, প্রথম ছবির শ্য়ুটিং-এর অভিজ্ঞতা কেমন ছিল সৌমিতৃষার?
Bengali Movie: এই ছবিতে এক নববধূর চরিত্রে দেখা যাবে সৌমিতৃষাকে।
![Pradhan: উত্তরবঙ্গে টানা ১৭দিন শ্যুটিং, প্রথম ছবির শ্য়ুটিং-এর অভিজ্ঞতা কেমন ছিল সৌমিতৃষার? Shooting for 17 consecutive days in North Bengal, how was Soumatrisha's experience of shooting the first film? Pradhan: উত্তরবঙ্গে টানা ১৭দিন শ্যুটিং, প্রথম ছবির শ্য়ুটিং-এর অভিজ্ঞতা কেমন ছিল সৌমিতৃষার?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/03/54e956b52715f66f26c4a44d842c9cc3169900278480147_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ‘মিঠাই’ ধারাবাহিকের প্রধান চরিত্র সৌমিতৃষা দর্শকমহলে পরিচিত মুখ। এবার ছোটপর্দার এই অভিনেত্রী পা রাখতে চলেছেন বড়পর্দায়। তাও আবার সুপারস্টার দেবের বিপরীতে। ছবির নাম 'প্রধান' (Pradhan)। চলতি বছর ডিসেম্বর মাসে মুক্তি পাবে এই ছবি। তাই ছবি নিয়ে দর্শকের মধ্য়ে চড়ছে উন্মাদনার পারদ।
সম্প্রতি এবিপি আনন্দর মুখোমুখি হয়ে ছবি নিয়ে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করলেন সৌমিতৃষা। এই ছবিতে এক নববধূর চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। তিনি জানান, 'সকল সদ্য়বিবাহিতরাই এই চরিত্রর সঙ্গে একাত্ম বোধ করবেন। '
আরও পড়ুন...
দুর্ধর্ষ অ্য়াকশন সিকোয়েন্স, পরতে পরতে ষড়যন্ত্র , সিনেমহলে সাড়া ফেলল 'টাইগার ৩'-এর নতুন প্রোমো
উত্তরবঙ্গে গিয়ে শ্য়ুটিং-এর প্রসঙ্গে অভিনেত্রী বলেন, 'টানা ১৭দিন শ্য়ুটিং করেছি আমরা, মাঝেমধ্য়ে বৃষ্টির জন্য় কাজ আটকে গেলেও খুব মজা করে শ্য়ুটিং করেছি আমরা। এই টিম এর আগে প্রজাপতি, টনিকের মত ছবিতে কাজ করেছে, ফলে আমি নিজেকে সবার সঙ্গে মানিয়ে নিতে সুবিধে হয়েছে।'
উল্লেখ্য়, কিছুদিন আগে প্রযোজক অতনু রায়চৌধুরীর (Atanu Roychowdhury) সঙ্গে মিটিংয়ের ছবি পোস্ট করেছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী 'মিঠাই'।
ছবি নিয়ে পরিচালক অভিজিৎ সেন বলেন, 'এটি একটি পারিবারিক ছবি। পরিবারের সবাই মিলে এই ছবি দেখতে যেতে পারবেন। ছবির জন্য সঙ্গীতশিল্পী শান্তনু মৈত্র ইতিমধ্য়েই গানবাঁধতে শুরু করে দিয়েছেন।'
সম্প্রতি দেব তাঁর সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করলেন নিজের একটি ছবি। যেখানে তিনি লিখেছেন নতুন চরিত্র এখন তাঁর 'প্রধান' (Pradhan) প্রায়োরিটি। ছবিতে দেখা যাচ্ছে ট্রেডমিলে রীতিমত ঘাম ঝরাচ্ছেন দেব (Dev)। আর সেখান থেকে হাতে ফোন নিয়ে ছবি তোলেন তিনি (Dev)।
প্রসঙ্গত এই ছবিতে দেবের নাম দীপক প্রধান। পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন তিনি। কিছুদিন আগে দেব পোস্ট করেন 'প্রধান' ছবির জন্য প্রস্তুতি নেওয়ার। যে ছবি পোস্ট করেন দেব, সেখানে দেখা যায় একটি বিছানার ওপর উপুড় হয়ে শুয়ে রয়েছে। পিঠের ওপর একগুচ্ছ ঢাকনার মতো বস্তু। ক্যাপশনে কিছু উল্লেখ না করলেও দেখে মনে হয়েছিল 'কাপিং থেরাপি' করাচ্ছিলেন অভিনেতা। যদিও নিজে সে ব্যাপারে কিছু উল্লেখ করেননি। এই থেরাপি সাধারণত শরীরকে রিল্যাক্স করতে, প্রদাহ কমাতে, শরীরের টক্সিন বের করতে, রক্ত সঞ্চালন স্বাভাবিক করতে ব্যবহার করা হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)