Samay Raina: 'নিজেদের চ্যানেলেও ক্ষমা চেয়ে ভিডিও দিন', সময় রায়নাকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের
Supreme Court: সময় রায়না ছাড়াও সুপ্রিম কোর্ট বাকি যাঁদের এই কড়া নির্দেশ দিয়েছে, তাঁরা হলেন বিপুন গোয়েল, বলরাজ পরমজিৎ সিং ঘাই, সোনালি ঠাক্কর এবং নিশান্ত জগদীশ তানওয়ার।

Samay Raina: বিশেষভাবে সক্ষমদের নিয়ে মঞ্চে মশকরা করেছিলেন কমেডিয়ান সময় রায়না। আর সেই প্রসঙ্গেই এই কমেডিয়ানকে কড়া বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট। স্পষ্ট ভাষায় সাফ জানানো হয়েছে, যেভাবে সময় রায়না আদালতে ক্ষমা চেয়েছেন, সেই একইভাবে ক্ষমা চেয়ে নিজেদের সোশ্যাল মিডিয়াতেও তাঁকে পোস্ট করতে হবে। শুধু সময় রায়না নন, আরও চারজন কমেডিয়ানকে এই একই নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। যেভাবে এই পাঁচজন আদালতে ক্ষমা চেয়েছেন, একইভাবে ক্ষমা চেয়ে নিজেদের সোশ্যাল মিডিয়া চ্যানেলেও পোস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের।
সুপ্রিম কোর্টের তরফে সাফ জানানো হয়েছে, যখন কেউ নিজের বক্তব্যকে বাণিজ্যকরণ করবেন, তখন কোনও বিশেষ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করা যাবে না। সময় রায়না ছাড়াও সুপ্রিম কোর্ট বাকি যাঁদের এই কড়া নির্দেশ দিয়েছে, তাঁরা হলেন বিপুন গোয়েল, বলরাজ পরমজিৎ সিং ঘাই, সোনালি ঠাক্কর এবং নিশান্ত জগদীশ তানওয়ার। প্রসঙ্গত উল্লেখ্য, Cure SMA Foundation of India- এই সংস্থা একটি পিটিশন দাখিল করেছিল। এই আবেদনের শুনানি ছিল আজ। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে এই শুনানি হয়েছে। Cure SMA Foundation of India- এই সংস্থা spinal muscular atrophy- তে আক্রান্ত রোগীদের এবং তাঁদের পরিবারকে সাহায্য করে।
SC direct social media influencers, including Samay Raina, to display apology on their podcast, programme for ridiculing disabled persons
— Press Trust of India (@PTI_News) August 25, 2025
ইউটিউবে একটি শো করতেন কমেডিয়ান সময় রায়না। সেই শো-তে এসেছিলেন পডকাস্টার, ইউটিউবার বিয়ার বাইসেপস অর্থাৎ রণবীর এলাহাবাদিয়া। তাঁর একটি আপত্তিকর মন্তব্য ঘিরে সেই সময় তোলপাড় হয়ে ওঠে দেশ। ভুরি ভুরি অভিযোগ দায়ের হয় রণবীর এলাহাবাদিয়া, ইউটিউবের ওই শো ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট- এর হোস্ট সময় রায়না-সহ আরও কয়েকজন কমেডিয়ান, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ইউটিউবারের বিরুদ্ধে। এই সময়েই ভাইরাল হয় একটি ভিডিও। যেখানে দেখা যায় spinal muscular atrophy- তে আক্রান্ত এক শিশুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন সময় রায়না। সেই প্রসঙ্গেই দায়ের হয় এই মামলা। তার ভিত্তিতেই কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কমেডিয়ানদের এ হেন কথাবার্তায় সুপ্রিম কোর্ট যে একেনারেই সন্তুষ্ট নয়, তা এদিনের শুনানিতে বারংবার বুঝিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত। বাক্ স্বাধীনতার নামে কমেডিয়ানরা যা ইচ্ছে তা বলতে বা করতে পারেন না। একথাও বলেছে সুপ্রিম কোর্ট।






















