Shreya Ghoshal: নিজেই গিয়ে অনুরোধ করলেন একটা ছবি তোলার জন্য.. শ্রেয়া খোদ এই ব্যক্তির ফ্যান!
Shreya Ghoshal News: সম্প্রতি নিজের অনুরাগীদের সতর্ক করে জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল জানিয়েছেন যে তার এক্স অ্যাকাউন্ট বিগত ১৩ ফেব্রুয়ারি থেকে হ্যাক হয়ে আছে

কলকাতা: গোটা ভারত জুড়ে তাঁর অনুরাগী। তাঁর মিষ্টি গলায় গান শোনার জন্য অপেক্ষা করে থাকেন অনুরাগীরা। এহেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal), যাঁর সঙ্গে একটা ছবি তোলার জন্য, যাঁর একবার দেখা পাওয়ার জন্য মুখিয়ে থাকেন হাজার হাজার মানুষ, সেই বঙ্গকন্যা ও আবার একজনের অনুরাগী! এতটাই যে কিছু না ভেবেই তিনি সেই মানুষটির কাছে গিয়ে ছবি তোলার আবদার করে ফেলতে পারেন! কে সেই মানুষটি?
তিনি আর কেউ নন, তিনি শাহরুখ খান (Shah Rukh Khan)। শ্রেয়া ঘোষালের খ্যাতি যাঁর কাছে নিষ্প্রভ হয়ে যায়, সেই শাহরুখ খানের জন্য দাঁড়িয়ে থাকতে দেখা গেল শ্রেয়া ঘোষালকে। এগিয়ে গিয়ে ছবি তোলার অনুরোধ করতেও দেখা গেল। আর শাহরুখ খান? তিনি তো স্বভাবসিদ্ধ সাবলীল মন জিতে নেওয়া। শ্রেয়াকে এগিয়ে আসতে দেখেই বুকে জড়িয়ে ধরেন শাহরুখ। তারপরে মাথায় হাত দিয়ে শ্রেয়াকে আশীর্বাদও করেন। শ্রেয়া আপ্লুত শাহরুখের এই ব্যবহারে। সোশ্যাল মিডিয়ায় নিজেই তিনি শেয়ার করে নেন এই ঝলক।
অন্যদিকে, সম্প্রতি নিজের অনুরাগীদের সতর্ক করে জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল জানিয়েছেন যে তার এক্স অ্যাকাউন্ট বিগত ১৩ ফেব্রুয়ারি (Shryea Ghoshal) থেকে হ্যাক হয়ে আছে। আজ শনিবার নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে সকলের উদ্দেশ্যে এই বার্তা দেন গায়িকা। এমনকী জানান যে এই অ্যাকাউন্ট বহু চেষ্টা করেও তিনি পুনরুদ্ধার করতে পারছেন না। ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ছবি শেয়ার করে জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল জানান, 'নমস্কার আমার অনুরাগীরা ও বন্ধুরা। আমার টুইটার বা এক্স অ্যাকাউন্ট ১৩ ফেব্রুয়ারি থেকে হ্যাক হয়ে আছে। এক্স টিমের সঙ্গে নানাভাবে যোগাযোগ করার জন্য আমার সাধ্যমত সব রকম চেষ্টাই আমি করেছি। কিন্তু কিছু অটো জেনারেটেড উত্তর ছাড়া অতিরিক্ত কিছু জানা যায়নি বা আমার তাতে কোনো উপকার হয়নি। এমনকী আমি আমার (Shryea Ghoshal) অ্যাকাউন্ট ডিলিটও করতে পারছি না। আমার অ্যাকাউন্টে নিজে লগ ইনও করতে পারছি না। ফলে আমার সেই অ্যাকাউন্ট থেকে কোনও লিঙ্ক বা কোনও মেসেজ আপনাদের কাছে গেলে বিশ্বাস করবেন না, ভুলেও ক্লিক করবেন না। সেগুলি সবই স্প্যাম এবং প্রতারণামূলক কাজের অংশ হতে পারে। যদি এই অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতে পারি তাহলে নিজে আমি একটি ভিডিয়ো করে সকলকে আবার জানাব'।
View this post on Instagram






















