Shruti Das: 'তাড়াতাড়ি আমায় বিয়ে করো..' সোশ্যাল মিডিয়ার দেওয়ালেই স্বর্ণেন্দুকে লিখলেন শ্রুতি
Shruti Das and Swarnendu Samaddhar: জামাইষষ্ঠীর দিন সোশ্যাল মিডিয়ায় অনেকগুছি ছবি ভাগ করে নিয়েছেন শ্রুতি। সেখানে লাল কালো শাড়িতে সেজেছিলেন তিনি।
![Shruti Das: 'তাড়াতাড়ি আমায় বিয়ে করো..' সোশ্যাল মিডিয়ার দেওয়ালেই স্বর্ণেন্দুকে লিখলেন শ্রুতি Shruti Das: Actress Shruti Das shares some new pictures with Swarnendu Samaddhar on Jamai Sashti Shruti Das: 'তাড়াতাড়ি আমায় বিয়ে করো..' সোশ্যাল মিডিয়ার দেওয়ালেই স্বর্ণেন্দুকে লিখলেন শ্রুতি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/06/785fcb33c1fb06a23145712792fd760b_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: সোশ্যাল মিডিয়ায় জামাইষষ্ঠীতে যুগলে একগুচ্ছ ছবি ভাগ করে নিলেন অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)। সঙ্গে প্রেমিক স্বর্ণেন্দু সমাদ্দার (Swarnendu Samaddhar)। পরিচালক আর নায়িকা বিয়ে করে ফেললেন নাকি? হদিশ মিলল শ্রুতির ক্যাপশানেই।
জামাইষষ্ঠীর দিন সোশ্যাল মিডিয়ায় অনেকগুছি ছবি ভাগ করে নিয়েছেন শ্রুতি। সেখানে লাল কালো শাড়িতে সেজেছিলেন শ্রুতি। গলায় ছিল মানানসই গয়না, খোলা চুল আর কপালে লাল টিপ। পাশে লাল পাঞ্জাবিতে স্বর্ণেন্দু। ছবি শেয়ার করে শ্রুতি লিখেছেন, ' বিয়ের আগে জামাইষষ্ঠী নয়। কিন্তু যুগলে ছবি তো দিতেই হবে। স্বর্ণেন্দু সমাদ্দার বিলাসবহুল আপ্যায়ন পেতে হলে আমায় খুব তাড়াতাড়ি বিয়ে করো। ছবিগুলো আজকের দিনের জন্যই তুলে রেখেছিলাম। ভালো থাকো। ভালোবাসি।
'ত্রিনয়নী' ধারাবাহিকে অভিনয় করার সময়ই পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান শ্রুতি। ইন্ডাস্ট্রির অনেকে সেই সম্পর্কে খুশি হলেও, স্বর্ণেন্দু আর শ্রুতির বয়সের পার্থক্য় নিয়ে চরম কটাক্ষের মুখে পড়েন শ্রুতি। যদিও সেই সমস্ত ট্রোলিং-এর যোগ্য জবাব দেন নায়িকা। প্রেম নিয়ে কখনোই লুকোচুরি করেননি শ্রুতি। তাঁর সোশ্যাল মিডিয়া খুললেই ঝলমল করে ওঠে স্বর্ণেন্দুর সঙ্গে কাটানো তাঁর বিভিন্ন প্রেমের মুহূর্তের ছবি। অন্যদিকে শ্রুতির প্রেমের ছোঁয়া স্বর্ণেন্দুর প্রোফাইলেও। তাঁর রিলেসানশিপ স্টেটাসে লেখা, 'এনগেজডট'।
সদ্য বাঁকুড়ায় গিয়েছিলেন স্বর্ণেন্দু আর শ্রুতি। সঙ্গে ছিল পরিবারও। সেই ঝলমলে মুহূর্তে আরও কিছু ঝলমলে ছবি শেয়ার করে নিয়েছেন শ্রুতি। লিখেছেন, 'বাঁকুড়ায় আমাদের প্রথম দিন। গোলাপি সাদা পাঞ্জাবি আর চশমায় স্বর্ণেন্দু। আর নীল ডেনিম আর কালো টপে পাশেই শ্রুতি। লম্বা চুলে খোঁপা। আপাতত 'গৌরী এল' ধারাবাহিকের পরিচালনা ও প্রযোজনার দায়িত্ব সামলাচ্ছেন স্বর্ণেন্দু। তার ফাঁকেই ছুটি নিয়ে প্রেমিকার সঙ্গে সময় কাটাতে বেরিয়ে পড়েছেন তিনি। বাঁকুড়া সফর হবে প্রেমে মাখা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)