এক্সপ্লোর
কার্গিল যুদ্ধের নায়ক ক্যাপ্টেন বিক্রম বাত্রার প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানালেন সিদ্ধার্থ মালহোত্র
‘শেরশাহ’ ছবিতে ক্যাপ্টেন বিক্রম বাত্রার ভূমিকায় দেখা যাবে সিদ্ধার্থকে। তাঁর সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন কিয়ারা আডবাণী।
![কার্গিল যুদ্ধের নায়ক ক্যাপ্টেন বিক্রম বাত্রার প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানালেন সিদ্ধার্থ মালহোত্র Sidharth Malhotra Pays Homage To Kargil Hero Captain Vikram Batra On His Death Anniversary কার্গিল যুদ্ধের নায়ক ক্যাপ্টেন বিক্রম বাত্রার প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানালেন সিদ্ধার্থ মালহোত্র](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/07/08025023/Captain.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ছবি সৌজন্যে ট্যুইটার
নয়াদিল্লি: ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের অন্যতম নায়ক প্রয়াত ক্যাপ্টেন বিক্রম বাত্রার প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানালেন বলিউডের অভিনেতা সিদ্ধার্থ মালহোত্র। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে দেশের জন্য প্রাণ বলিদান দেওয়া ক্যাপ্টেনকে স্মরণ করেছেন সিদ্ধার্থ।
Salute to the Indian army for their undying service to the nation and To our Kargil hero #VikramBatra who laid down his life today, 21 years ago. pic.twitter.com/Uf5q9ykAFc
— Sidharth Malhotra (@SidMalhotra) July 7, 2020
‘শেরশাহ’ ছবিতে ক্যাপ্টেন বিক্রম বাত্রার ভূমিকায় দেখা যাবে সিদ্ধার্থকে। তাঁর সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন কিয়ারা আডবাণী। ৩ জুলাই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের জেরে ছবিটির মুক্তি পিছিয়ে গিয়েছে। এই ছবির পরিচালক কর্ণ জোহরের ধর্মা প্রোডাকশনস এবং পরিচালক বিষ্ণু বর্ধন। ১৯৯৯ সালের ৪ জুলাই টাইগার হিলে ভারতের জাতীয় পতাকা তোলার ক্ষেত্রে অন্যতম বড় ভূমিকা ছিল ক্যাপ্টেন বাত্রার। তিনি প্রাণ দিয়ে ‘অপারেশন বিজয়’ সফল করতে বাহিনীকে সাহায্য করেন। ভারতের সামরিকবাহিনীতে সাহসিকতার শ্রেষ্ঠ পুরস্কার ‘পরম বীর চক্র’ দিয়ে সম্মান জানানো হয় তাঁকে। এই ক্যাপ্টেনের লড়াইয়ের ঘটনাই রুপোলি পর্দায় তুলে ধরেছেন সিদ্ধার্থ।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
লাইফস্টাইল-এর
বীরভূম
বিনোদনের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)