B Praak's Baby Death: জন্মের সময়েই সন্তানের মৃত্যু, সোশ্যাল পোস্টে দুঃসংবাদ দিলেন গায়ক বি প্রাক
B Praak Update: সঙ্গীতশিল্পীর এই কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন ইন্ডাস্ট্রির অনেকেই। কর্ণ জোহর লিখেছেন, 'আমার প্রার্থনা তোমাদের সঙ্গে রয়েছে।' গৌহর খান লেখেন, 'ভগবান তোমার স্ত্রী ও তোমাকে শক্তি দিন।'

নয়াদিল্লি: দ্বিতীয় সন্তান ও স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন সঙ্গীতশিল্পী বি প্রাক (B Praak)। কিন্তু তার আগেই ঘটল অঘটন। এল দুঃসংবাদ। জন্মের পরই একরত্তি সন্তানকে হারালেন বি প্রাক ও তাঁর স্ত্রী মীরা বচন (Meera Bachan)। সোশ্যাল মিডিয়ায় সেই দুঃসংবাদ জানালেন বি প্রাক নিজেই।
সন্তানহারা বি প্রাক
ইনস্টাগ্রামে এদিন একটি লম্বা নোট লিখে পোস্ট করেন সঙ্গীতশিল্পী। লেখেন, 'খুব মানসিক যন্ত্রণার সঙ্গে জানাচ্ছি যে আমাদের সদ্যোজাত জন্মের সময়েই মারা গিয়েছে। অভিভাবক হিসেবে এটা সবচেয়ে কঠিন সময়। সকল ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের তাঁদের অক্লান্ত পরিশ্রমের জন্য ধন্যবাদ। এই ক্ষতিতে আমরা সবাই বিধ্বস্ত এবং এই সময়ে আমাদের নিজেদের জন্য একটু সময় চেয়ে নিচ্ছি আপনাদের থেকে। আপনাদের মীরা ও বি প্রাক।'
View this post on Instagram
সঙ্গীতশিল্পীর এই কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন ইন্ডাস্ট্রির অনেকেই। কর্ণ জোহর লিখেছেন, 'আমার প্রার্থনা তোমাদের সঙ্গে রয়েছে।' গৌহর খান লেখেন, 'ভগবান তোমার স্ত্রী ও তোমাকে শক্তি দিন। সেই একরত্তির জন্যও প্রার্থনা যে এখন পরী।' এছাড়া আলি গনি, রাজীব আদাতিয়া অনেকেই প্রার্থনা জানিয়েছেন।
প্রসঙ্গত, বিয়ের তৃতীয় বিবাহবার্ষিকীতে পরিবারে দ্বিতীয় সন্তান আসার খবর দেন বি প্রাক। লেখেন, 'আজীবনের জন্য প্রেমে পড়ার জন্য নয় মাসের প্রস্তুতি।'
View this post on Instagram
প্রতীক বচন ওরফে বি প্রাক একজন ভারতীয় গায়ক ও সঙ্গীত পরিচালক। 'কেসরি', 'পতি পত্নি অউর ওহ', 'বাটলা হাউজ', 'গুড নিউজ' ইত্যাদি ছবিতে কাজ করেছেন তিনি।






















