(Source: ECI/ABP News/ABP Majha)
Children's Day 2021: 'আমার মধ্যের শিশু যেন তোমার মধ্যের শিশুকে লালন-পালন করে,' শিশু দিবসে মিষ্টি পোস্ট সাহানা বাজপেয়ীর
Sahana Bajpaie on Children's Day: ইনস্টাগ্রামে রোহিনীর খুদে বয়সের একটি মিষ্টি ছবি পোস্ট করেছেন সাহানা। ক্যাপশনে লিখেছেন, 'তোমার চোখের বিস্ময়ের সঙ্গে পৃথিবীর দিকে তাকাতে আমি যেন কখনওই ক্লান্ত না হই।'
কলকাতা: আজ শিশু দিবস। সাধারণ মানুষের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মিষ্টি ছবি পোস্ট করে খুদেদের শুভেচ্ছা জানিয়েছেন অনেক বলি-টলি তারকাই। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে মেয়ে রোহিনীর ছোট্টবেলার একটি ছবি পোস্ট করে শিশু দিবসের শুভেচ্ছা জানিয়েছেন সঙ্গীতশিল্পী সাহানা বাজপেয়ী।
ইনস্টাগ্রামে রোহিনীর খুদে বয়সের একটি মিষ্টি ছবি পোস্ট করেছেন সাহানা। ক্যাপশনে লিখেছেন, 'তোমার চোখের বিস্ময়ের সঙ্গে পৃথিবীর দিকে তাকাতে আমি যেন কখনওই ক্লান্ত না হই। আমার মধ্যে থাকা শিশুটি যেন আমাদের চারপাশের বিশ্বকে বোঝার জন্য তোমার মধ্যে থাকা শিশুটিকে লালন-পালন করে চিরকাল।' পোস্টের শেষে শিশুদিবসের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
View this post on Instagram
ফেসবুকেও মেয়ের সঙ্গে ছবি পোস্ট করে 'শিশু দিবসের অঢেল ভালোবাসা সমস্ত শিশুদের' জানিয়েছেন তিনি।
গতকালই একটি খারাপ খবরে মুষড়ে পড়ে গায়িকা সাহানা বাজপেয়ীর তামাম শ্রোতাবৃন্দ। তাঁর সুরেলা গলাই তাঁর পরিচয়। অথচ সঙ্গীতশিল্পীকে গান থেকে দূরে থাকতে হবে অসুস্থতার কারণে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সঙ্গীতশিল্পী জানান, পরীক্ষা করে দেখা গিয়েছে, তাঁর স্বরযন্ত্রে রক্তক্ষরণ হচ্ছে। এর ফলে আগামী এক মাস বা তারও কিছু বেশি সময়ের জন্য তাঁকে গান গাইতে বা চিৎকার না করার নির্দেশ দিয়েছেন চিকিৎসক।
'আমার ঘর বান্ধিবি.. পথ বান্ধিবি.. কপাল বান্ধিবি কেমনে..' সাহানার গলায় এই গান জনপ্রিয় হয়েছিল দর্শকদের মধ্যে। শুধু লোকগীতি নয়, সাহানার গলায় রবীন্দ্রসঙ্গীতও বার বার পছন্দ করেছেন দর্শক। একাধিক বাংলা ছবিতে প্লেব্যাকের কাজও করেছেন তিনি। তবে সঙ্গীতশিল্পীর কপাল বাঁধা যায়নি সত্যিই। তাঁর অসুস্থতার খবর পেয়ে মনখারাপ সমস্ত অনুরাগীদের। সোশ্যাল মিডিয়ায় সবাই তাঁর সুস্থতা কামনা করেছেন। প্রত্যেকেই চান, সেরে উঠুক সাহানা।