Raghu Dakat: বড় ঘোষণা! দেবের 'রঘু ডাকাত'-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সোহিনী ও ইধিকাকে
Sohini Sarkar and Idhika Paul: দেবের সদ্য মুক্তি পাওয়া 'খাদান' ছবিতে অভিনয় করেছেন ইধিকা। দেবের সঙ্গে এটি দ্বিতীয় ছবি হতে চলেছেন ইধিকার।

কলকাতা: দেব (Dev) অভিনীত ও ধ্রুব বন্দ্যোপাধ্যায় (Dhruba Banerjee) পরিচালিত 'রঘু ডাকাত'-এ যোগ দিচ্ছেন দুই নতুন অভিনেত্রী। ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ও এসভিএফের যুগ্ম প্রযোজনায় আসতে চলেছে 'রঘু ডাকাত' ছবিটি। পুজোর সময় মুক্তি পাওয়ার কথা এই ছবির। আজ সদ্যই দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স -এর তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করা হয়েছে, এই ছবিতে যোগ দিতে চলেছেন অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar) ও ইধিকা পাল (Idhika Paul)। দেবের সদ্য মুক্তি পাওয়া 'খাদান' ছবিতে অভিনয় করেছেন ইধিকা। দেবের সঙ্গে এটি দ্বিতীয় ছবি হতে চলেছেন ইধিকার। পরিচালক ধ্রুবর সঙ্গে এই প্রথম কাজ করবেন সোহিনী ও ইধিকা দুজনেই।
সদ্য মুক্তি পাওয়া 'খাদান' ছবিতে দেবের সঙ্গে কাজ করেছেন ইধিকা। টলিউডে এটাই তাঁর প্রথম কাজ ছিল। 'রঘু ডাকাত' ইধিকার দ্বিতীয় কাজ হতে চলেছে টলিউডে। অন্যদিকে ইতিমধ্যেই বেশ কিছু ছবিতে অভিনয় করে বলিউডে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন সোহিনী সরকার। পিরিয়ড ড্রামাতেও কাজ করেছেন তিনি। সেই সোহিনীকে এবার 'রঘু ডাকাত' ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। তবে সোহিনী ও ইধিকাকে ঠিক কোন চরিত্রে দেখা যাবে তা নিয়ে এখনও মুখ খোলেননি পরিচালক বা প্রযোজক কেউই।
ধ্রুব বন্দ্যোপাধ্যায় বারে বারেই বলেছিলেন তিনি পিরিয়ড ড্রামা নিয়ে কাজ করতে ভালবাসেন। সেই সঙ্গে তিনি ছোটদের মাথায় রেখেই কাজ করতে চান। ধ্রুবর বাকি ছবিগুলি যেমন 'গোলন্দাজ', বা 'দুর্গেশগড়ের গুপ্তধন' প্রত্যেকটা ছবিই তৈরি করেছিলেন ধ্রুব ছোটদের কথা মাথায় রেখে। এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে ধ্রুব বলেছিলেন, তিনি একসঙ্গে একাধিক ছবি নিয়ে কাজ করতে পারেন না। সেই কারণেই তিনি একটা ছবি শেষ করে এরপরে পরের ছবিতে হাত দেন। ধ্রুবর শেষ ছবি ছিল 'বগলমামা জুগ জুগ জিও'। সেই ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন খরাজ। 'রঘু ডাকাত' দেবের সঙ্গে ধ্রুবর দ্বিতীয় কাজ হতে যাচ্ছে। এর আগে গোলন্দাজ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা।
View this post on Instagram
আরও পড়ুন: Manali Marriage: ফের বিয়ের পিঁড়িতে মানালি! পাত্রের নাম আপনি আন্দাজও করতে পারবেন না
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
