Somu Sarkar: 'নিম ফুলের মধু' ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় ফিরছেন সোমু, রয়েছে আরও অনেক চমক!
Somu Sarkar at Neem Phuler Madhu: তাহলে কী হারায়নি সৃজন? অন্য রূপে, অন্য নাম-পরিচয়ে সে এখন হয়ে উঠেছে দুঁদে দুষ্কৃতী?
কলকাতা: ধারাবাহিক 'নিম ফুলের মধু'-র গল্পে নতুন ট্যুইস্ট। গল্প এগিয়ে গিয়েছে ২০ বছর। আর এই ২০ বছরে বদল বলতে বয়স বেড়েছে সবারই। বড় হয়ে গিয়েছে পর্ণা আর সৃজনের সন্তান পুঁটিও। আর এবার, সবাইকে চমকে দিয়ে পুঁটির চরিত্রে দেখা যাবে ধারাবাহিকের এক জনপ্রিয় মুখকে। 'নিম ফুলের মধু'-তে আসছেন সোমু সরকার। ২০ বছরে দত্ত বাড়ি বদলে গিয়েছে অনেকটাই। আর সেই বদল দেখাতেই সোমু আসছেন দত্তবাড়িতে।
মারা গিয়েছে আলোকপর্ণা ওরফে পর্ণার জ্যাঠশ্বশুড়। শাশুড়ি আরও বৃদ্ধ হয়েছেন। আর পুঁটি অর্থাৎ পর্ণা আর সৃজনের মেয়েও বড় হয়ে গিয়েছে। আর চরিত্রেই এলেন 'গোধূলি আলাপ', 'আলোর কোলে' ধারাবাহিক খ্যাত অভিনেত্রী সোমু সরকার। প্রোমোতে আরও এক যে বড় পরিবর্তন দেখা যাচ্ছে, তা হল হারিয়ে গিয়েছে সৃজন। আর সৃজন হারিয়ে যাওয়ার পরেই নিজেকে গুটিয়ে নিয়েছে পর্ণা। একেবারে চুপচাপই থাকে সে। সাংবাদিকতাও ছেড়ে দিয়েছে। পুঁটি বুঝতে পারে মায়ের কষ্ট কিন্তু তারও কিছু করার নেই।
ইতিমধ্যেই হঠাৎ বাড়িতে পুলিশ আসে। একটি ছবি পর্ণার হাতে দিয়ে বলে এই কুখ্যাত দুষ্কৃতীকে খোঁজার জন্য পুলিশকে সাহায্য করতে হবে পর্ণাকে। এরপরেই দেখা যায় সেই দুষ্কৃতীকে। সেটা আর কেউ নয়.. সৃজন। তাহলে কী হারায়নি সৃজন? অন্য রূপে, অন্য নাম-পরিচয়ে সে এখন হয়ে উঠেছে দুঁদে দুষ্কৃতী? নাকি এ সৃজনের চরিত্রে অন্য কেউ? সত্যিটা কী বের করতে পারবে পর্ণা? সেটা দেখা যাবে আগামী বেশ কয়েকটি পর্বে। তবে এই ধারাবাহিকে সোমুর আসা ও রুবেলের ফিরে আসা এই দুটিকেই বেশ বড় চমক বলে মনে করছেন দর্শকেরা। 'গোধূলি আলাপ' ধারাবাহিকের হাত ধরে প্রথম ছোটপর্দায় আসেন সোমু। অসম বয়সী এই প্রেমের গল্পে সোমুর বিপরীতে দেখা গিয়েছিল কৌশিক সেনকে।
View this post on Instagram
আরও পড়ুন: Ushasi Ray: 'রোজ অ্যাকশন-কাট শোনাটা মিস করছিলাম', চার বছর পরে ছোটপর্দায় ফিরে উপলদ্ধি ঊষসীর
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।