Sonakshi Sinha: খাকি পোশাকে নজরকাড়া সোনাক্ষী, মুক্তি পেল 'দহদ'-এর টিজার
Sonakshi Sinha News: একজন পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায় দেখা গেল অভিনেত্রী সোনাক্ষী সিংহকে।
![Sonakshi Sinha: খাকি পোশাকে নজরকাড়া সোনাক্ষী, মুক্তি পেল 'দহদ'-এর টিজার Sonakshi Sinha: Cop Sonakshi Sinha Is A Woman On A Mission, Watch Dahaad Teaser, going to release on Amazon Prime Sonakshi Sinha: খাকি পোশাকে নজরকাড়া সোনাক্ষী, মুক্তি পেল 'দহদ'-এর টিজার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/26/8d0ec9351f6816d8292685ab90e366d6168250001200649_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: সদ্য মুক্তি পেয়েছে 'দহদ' (Dahaad)-এর টিজার। আর সেখানেই একজন পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায় দেখা গেল অভিনেত্রী সোনাক্ষী সিংহ (Sonakshi Sinha)-কে। অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে এই সিরিজ।
সোশ্যাল মিডিয়ায় যে টিজারটি শেয়ার করা হয়েছে সেখানে বলা হয়েছে, 'অনেক নিরীহ মেয়ে নিজেদের প্রাণ দিয়েছে। কিন্তু একটা তদন্ত চালু রয়েছে।' ২৭ জন মেয়ের নিখোঁজ হওয়া ও তারপর খুন হওয়ার মতো ভয়ঙ্কর কেসের তদন্তভার পড়ে সোনাক্ষীর ওপর। ধূসর টিজারের শেষে গাড়িতে চাবি ঘষার শব্দ শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। কোন চক্রে প্রাণ হারাতে হল এই ২৭ জন নারীকে, সেই কিনারা কী খুঁজে বের করতে পারবেন সোনাক্ষী? উত্তর লুকিয়ে 'দহদ'-এ।
এর আগে সোশ্যাল মিডিয়ায় এই সিরিজে কাজ করার অভিজ্ঞতা ছবি সহ ভাগ করে নিয়েছিলেন সোনাক্ষী
View this post on Instagram
এর আগে সঞ্জয় লীলা বনশালীর ওয়েব সিরিজ 'হীরামান্ডি' ওয়েব সিরিজে দেখা গিয়েছিল সোনাক্ষীকে। বড় দৃষ্টিনন্দন দুনিয়ার থেকে ডিজিটালে তাঁর আগমন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, পরিচালক সংবাদ সংস্থা আইএএনএসকে বলেন, 'আমি বড় চলচ্চিত্র তৈরি করেছি কিন্তু ডিজিটালে স্থানান্তরিত হওয়া আমার জন্য আরও বড় ব্যাপার।' এরপর তিনি 'হীরামান্ডি'কে এখনও পর্যন্ত তাঁর সবচেয়ে বড় প্রজেক্ট হিসেবে অভিহিত করেন। এটি একটি ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি সিরিজ যা যৌনকর্মীদের তিন প্রজন্মের গল্প বলে, সম্পূর্ণটাই প্রাক-স্বাধীনতা আমলের। খুব শীঘ্রই নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে 'হীরামান্ডি'।
আরও পড়ুন: Salman Khan: সলমনের ছবির গানে কেন 'জ্যাক অ্যান্ড জিল, হাম্পটি ডাম্পটি', চিঠি পাঠাল শিশুদের সংস্থা
View this post on Instagram
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)