Sonakshi-Zaheer Marriage: 'তেরে মস্ত মস্ত দো ন্যায়ন'.. বিয়ের পরে সোনাক্ষী-জাকিরের নাচ ভাইরাল নেটপাড়ায়
Entertainment News: সন্ধেয় ছিল রিসেপশন পার্টি। সেখানে আমন্ত্রিত ছিল গোটা বলিউডই। বিয়ের সকালে প্যাস্টেল শেড বাছলেও, বিয়ের রাতের জন্য সোনাক্ষী বেছে নিয়েছিলেন উজ্জ্বল লাল রঙের বেনারসি।
কলকাতা: এ যেন অনুষ্ঠানে ঘনঘটা। একই দিনে আইনি বিয়ে আর রিসেপশন সেরেছেন অভিনেত্রী সোনাক্ষী সিংহ (Sonakshi Sinha) ও অভিনেতা জাহির ইকবাল। সন্ধের রিসেপশনে হাজির ছিল গোটা বলিউডই। আর রাত গড়াতেই আবার অন্য সাজে সোনাক্ষী। লাল ভারি কাজের গাউনে কেক কাটলেন, নিজের ছবির গানেই নেচে উঠলেন স্বামীর সঙ্গে।
সকালের ঘরোয়া বিবাহে যেটুকু লালের কমতি ছিল, সন্ধেয় যেন সেটুকু পূরণ করে দিলেন সোনাক্ষী সিংহ। সকালেই আইনি বিয়ের অনুষ্ঠানের জন্য সোনাক্ষী পরেছিলেন মায়ের শাড়ি। সঙ্গে মায়ের গয়নাও। প্যাস্টেল শেডের পোশাক পরেছিলেন জাহিরও। পরিবার ও খুবই ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে, রেজিস্ট্রি-ম্যারেজ সারেন সোনাক্ষী ও জাহির। বিশেষ আইনে বিয়ে হয় তাঁদের।
এরপরে সন্ধেয় ছিল রিসেপশন পার্টি। সেখানে আমন্ত্রিত ছিল গোটা বলিউডই। বিয়ের সকালে প্যাস্টেল শেড বাছলেও, বিয়ের রাতের জন্য সোনাক্ষী বেছে নিয়েছিলেন উজ্জ্বল লাল রঙের বেনারসি। বিয়ের কার্ডে উল্লেখ করা ছিল, কেউ যেন লাল পোশাক না পরে আসেন। সেই কথা মেনেও চলেছিলেন সবাই। আর তাই, বিয়ের সন্ধেয়, লাল শাড়ি সাজে যেন আরও অপরূপা সোনাক্ষী। লাল শাড়ি, খোঁপায় ফুলের মালা জড়িয়ে তিনি আসেন রিসেপশনে। জাহিরের হাত ধরে। পাপারাৎজিরা তাঁর একার ছবি তুলতে গেলে সোনাক্ষী বলেন 'এবার আর একার ছবি পাওয়া যাবে না'
আর, বিয়ের রাতেই, কেক কাটার অনুষ্ঠান ছিল। সেখানে ভারি সোনালি কাজের গাউনে সেজেছিলেন সোনাক্ষী। জাহিরের সঙ্গে হাতে হাত মিলিয়ে ৪তলা কেক কাটেন তাঁরা। সাদা সেই কেকে ছুরি বসানোর সময় সোনাক্ষীর মুখের অভিব্যক্তি ছিল দেখার মতোই। এই অনুষ্ঠানে গানও বাজে। সোনাক্ষীর ছবিরই, 'তেরে মস্ত মস্ত দো ন্যায়ন' গানে নাচের সোনাক্ষী ও জাহির। নতুন বিবাহিত স্ত্রীকে যেন সেই গানই ডেডিকেট করলেন জাহির।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সোনাক্ষীর কেক কাটার সেই ভিডিও। আগেই বলেছিলেন, সোনাক্ষী নিজের বিয়েতে খুব নাচবেন। সত্যিই সেই কথা রাখেন সোনাক্ষী। নিজের বিয়েতে জমিয়ে নাচ করেছেন তিনি। উপভোগ করেছেন বিশেষ দিনটাকে।
আরও পড়ুন: Sabyasachi Chakraborty: গ্যালারিতে বসে খেলা দেখা ছিল প্রিয়, কেন এখন আর মাঠে যান না সব্যসাচী?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।