Sonam Kapoor Pregnancy: বাড়িতে আসছে নতুন সদস্য! মা হতে চলেছেন সোনম কপূর
Sonam Kapoor Pregnancy: প্রথম সন্তানের আগমনের কথা ঘোষণা করলেন সোনম-আনন্দ। ছবিতে স্পষ্ট তাঁর 'বেবি বাম্প'। তারকা দম্পতির সোশ্যাল মিডিয়া পোস্টে উপচে পড়ছে শুভেচ্ছাবার্তা।
মুম্বই: মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী সোনম কপূর (Sonam Kapoor)। স্বামী আনন্দ আহুজার (Anand Ahuja) সঙ্গে ছবি পোস্ট করে আসন্ন অভিভাবকত্বের কথা ঘোষণা করলেন অভিনেত্রী। ছবিতে স্পষ্ট তাঁর 'বেবি বাম্প'। তারকা দম্পতির সোশ্যাল মিডিয়া পোস্টে উপচে পড়ছে শুভেচ্ছাবার্তা।
আনন্দ আহুজার সঙ্গে 'মেটার্নিটি শ্যুট' করেছেন অভিনেত্রী। সেই ছবিই পোস্ট করে মিষ্টি ক্যাপশন লেখেন সোনম। ছবিগুলিতে দেখা যাচ্ছে আনন্দের কোলে মাথা দিয়ে শুয়ে রয়েছেন 'হবু মা'। কালো বডিস্যুট, মুখে চওড়া হাসি। সগর্বে দেখাচ্ছেন তাঁর 'বেবি বাম্প'।
View this post on Instagram
ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, 'চার হাত। তোমাকে সর্বশ্রেষ্ঠভাবে বড় করে তোলার জন্য। দুটো হৃদয়। যা তোমার হৃদয়ের সঙ্গে প্রতি পদক্ষেপে তাল মিলিয়ে চলবে। একটি পরিবার। যা তোমাকে ভালবাসা ও সঙ্গ দিয়ে ভরিয়ে দেবে। তোমার আসার জন্য আর তর সইছে না।'
আরও পড়ুন: Ritabhari Chakraborty Exclusive: নারীকেন্দ্রীক ছবিতে অনেক অভিনেতাই নায়ক হতে রাজি হন না: ঋতাভরী
গর্ভে থাকা সন্তানের উদ্দেশে এই ক্যাপশন মন কেড়েছে নেটিজেনদের। হ্যাশট্যাগ থেকে স্পষ্ট ২০২২-এর শরতে আসতে চলেছে নতুন এই অতিথি।
প্রসঙ্গত ২০১৮ সালে মুম্বইয়ে গাঁটছড়া বাঁধেন সোনম ও আনন্দ। বিয়ের চার বছর পর এবার সন্তানকে পরিবারে আগমন জানাতে তৈরি তাঁরা।