Ritabhari Chakraborty Exclusive: নারীকেন্দ্রীক ছবিতে অনেক অভিনেতাই নায়ক হতে রাজি হন না: ঋতাভরী
পছন্দের পোশাক পরার আগে, হাতে নিয়ে কখনও ভেবেছেন, আমায় মানাবে তো? বাঙালি মধ্যবিত্ত বাড়ির অর্ধেকের বেশি মেয়ের উত্তরই হ্যাঁ হবে। মেয়েদের সমস্ত আত্মবিশ্বাস কি লুকিয়ে থাকে তাঁদের শারীরিক গড়নে?
![Ritabhari Chakraborty Exclusive: নারীকেন্দ্রীক ছবিতে অনেক অভিনেতাই নায়ক হতে রাজি হন না: ঋতাভরী Ritabhari Chakraborty Exclusive: Actress Ritabhari Chakraborty talks about her new film Fatafati with ABP Live Ritabhari Chakraborty Exclusive: নারীকেন্দ্রীক ছবিতে অনেক অভিনেতাই নায়ক হতে রাজি হন না: ঋতাভরী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/21/23065111b32119bd5fb243666c1b146f_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: পছন্দের পোশাক পরার আগে, হাতে নিয়ে কখনও ভেবেছেন, আমায় মানাবে তো? বাঙালি মধ্যবিত্ত বাড়ির অর্ধেকের বেশি মেয়ের উত্তরই হ্যাঁ হবে। মেয়েদের সমস্ত আত্মবিশ্বাস কি লুকিয়ে থাকে তাঁদের শারীরিক গড়নে? নিজের ব্যক্তিগত জীবনে এই প্রশ্ন বারে বারে ঘুরে ফিরে এসেছে তাঁর মনে। তবে নিজের যখন ওজন বাড়ল, প্রথমটা বেশ অস্বস্তিতেই পড়েছিলেন তিনি। চিরকাল ছিপছিপে তন্বী নায়িকাকে হঠাৎ মোটা হতে দেখে সোশ্যাল মিডিয়া কটাক্ষও করেছিল। নিজের জীবনের এই অধ্যায়, অভিজ্ঞতাকে একটা স্বল্পদৈর্ঘ্যের ছবিতে বন্দি করে রাখবেন ঠিক করেছিলেন তিনি। কিন্তু স্বল্পদৈর্ঘ্য হল না, তাঁর কাছে আস্ত একটা ছবির অফার এল। 'ফাটাফাটি'। চিত্রনাট্যের প্রয়োজনে ওজন কমানো ছেড়ে, ওজন বাড়ানো শুরু করলেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhori Chakraborty)।
আরও পড়ুন: পাতে ভাত, মিষ্টি, কমেছে শরীরচর্চা, ঋতাভরীর ওজন বাড়ানোর ডায়েট
'ফাটাফাটি' ছবিতে ঋতাভরীর বিপরীতে অভিনয় করবেন আবীর চট্টোপাধ্যায়। এর আগে বিজ্ঞাপনী শ্যুটে কাজ করেছিলেন একসঙ্গে। প্রথমবার বড়পর্দায় আবীরের সঙ্গে কাজের অফার পেয়ে কেমন লেগেছিল? ঋতাভরী বলছেন, 'অনেকে অভিনেতাই মহিলাকেন্দ্রিক ছবি শুনলে পিছিয়ে আসেন। 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' ছবিতেও আমার নায়ক খুঁজে পেতে বেশ সমস্যা হয়েছিল। আমার মনে হয়, যদি শাহরুখ খান কোনও মহিলাকেন্দ্রিক চরিত্রে অভিনয় করেন, তাহলে কী তাঁর মাহাত্ম্য কমে যাবে? যাবে না। এই ছবির নায়কের কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ছবির চিত্রনাট্য শুনে আবীর চট্টোপাধ্যায় রাজি হন করতে। বলেছিলেন, ওঁর নিজের জীবনে, নিজের স্ত্রীকে নিয়েও কটাক্ষের শিকার হতে হয়েছে অনেক সময়। তাই এই বিষয়বস্তুর ওপর কাজ করতে আগ্রহী ও। ওর ডেট পাওয়ার জন্যই শ্যুটিংটা একটু পিছিয়েছে। তার জন্য আমায় ফোন করে সরি-ও বলেছে আবীর।'
এর আগে 'ফাটাফাটি'-র কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করার কথা ছিল অপরাজিতার। সেই জায়গায় হঠাৎ ঋতাভরী? নায়িকা বলছেন, আমিও শুনেছিলাম। তবে আমার মনে হয়, চিত্রনাট্যটা তখন অন্যরকম ছিল। আমায় এই চরিত্রটায় ভাবার পর চিত্রনাট্যে অনেকটা বদল হয়েছে।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)