Sonam Kapoor's Latest Video: ওজন কমানো নিয়ে চিন্তায় রয়েছেন? আপনাকে প্রেরণা যোগাবেন সোনম কপূর
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি নিজের ফিটনেসের একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। যা দেখে প্রেরণা পাবেন আপনিও।
মুম্বই : বলিউড অভিনেত্রী সোনম কপূর (Sonam Kapoor) যে কতটা ফ্যাশন সচেতন, তা কারওই অজানা নয়। ফ্যাশনের পাশাপাশি তিনি যে কতটা ফিটনেসের দিকেও নজর দেন, তার উদাহরণও তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে চোখ রাখলে দেখা যায়। সোনম নিজের সোশ্যাল মিডিয়ায় ফিটনেস ট্রেনিংয়ের ভিডিও পোস্ট করেছেন। যা দেখে প্রেরণা পাবেন তাঁরা যাঁরা ওজন কমানো নিয়ে চিন্তায় রয়েছেন।
বলিউড অভিনেত্রীদের মধ্যে মেদহীন শরীর এবং ফ্যাশন সচেতনতায় বরাবরই তালিকার উপরের দিকে থাকেন সোনম কপূর। সোশ্যাল মিডিয়াতেও তাঁর জনপ্রিয়তা যথেষ্ট। প্রায় ৩২ মিলিয়ন মানুষ ইনস্টাগ্রামে ফলো করেন অভিনেত্রীকে। বহু মানুষই অতিরিক্ত ওজন কমানো নিয়ে কত কিই না করেন। তাঁদের জন্য় সোশ্যাল মিডিয়ায় নিজের ফিটনেসের একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। পাশাপাশি ফিট থাকার কিছু ছবিও শেয়ার করেছেন সোশ্যালে। ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য তিনি যে কতটা পরিশ্রম করেন, তা তাঁর সোশ্যাল মিডিয়া দেখলেই বোঝা যাচ্ছে।
প্রসঙ্গত, করোনা পরিস্থিতি শুরু হওয়া থেকেই লন্ডনে স্বামী আনন্দ আহুজার সঙ্গে ছিলেন সোনম কপূর। প্রায় একটা বছর পর ভারতে ফিরেছিলেন বোন রিয়া কপূরের বিয়ের কারণে। অনিল কপূরের ছোট মেয়ের বিয়ের অনুষ্ঠান হয়ে যাওয়ার পরই লন্ডনে ফিরে যান আনন্দ আহুজা। আর তাঁকে যে কতটা মিস করছেন সোনম, তা তিনি রাখঢাক না করে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে জানিয়েওছেন। স্বামীর সঙ্গে ছবি দিয়ে সোনম জানিয়েছেন যে আনন্দ আহুজাকে তিনি কতটা মিস করছেন।
সম্প্রতি কর্ণ বোলানির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অনিল কপূরের ছোট মেয়ে রিয়া কপূর। ছবির জগতের সঙ্গে জড়িয়ে থাকলেও ক্যামেরার পিছনে থাকাকেই কেরিয়ার হিসেবে বেছে নিয়েছেন রিয়া। 'আয়েশা', 'বীর দি ওয়েডিং' ছবির মতো বেশ কিছু ছবির প্রযোজক হিসেবে দেখা গিয়েছে তাঁকে। পাশাপাশি তাঁর স্বামী কর্ণ বোলানিকেও বেশ কিছু ছবিতে সহ-পরিচালকের ভূমিকায় দেখা গিয়েছে। ঘনিষ্ট আত্মীয়দের উপস্থিতিতেই বিয়ের অনুষ্ঠান হয় রিয়া-কর্ণের। বোনের বিয়েতে সেলিব্রেট করা সোনমের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মাত্রই তা ভাইরাল হয়ে গিয়েছে।