Sonu Sood: 'এটা সমাজের পরীক্ষার সময়', চণ্ডীগড়ে ছাত্রীদের স্নানের ভিডিও ফাঁসের অভিযোগ প্রসঙ্গে বললেন সোনু সুদ
Sonu Sood on Chandigarh University incident: আজ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন সোনু সুদ। সেখানে তিনি লিখেছেন, 'চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক
মুম্বই: চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের স্নানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরেই দেশ জুড়ে শুরু হয়েছে শোরগোল । কিছুদিন আগেই, চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের ৬০ জন ছাত্রীর স্নানের দৃশ্য সেই বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্রী মোবাইল বন্দি করেছেন বলে অভিযোগ উঠেছিল । সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরেই ৮ ছাত্রী হস্টেলেই আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ । এই ঘটনায় এবার চণ্ডীগড়ের ছাত্রীদের পাশে দাঁড়ালেন বলি অভিনেতা সোনু সুদ (Sonu Sood) ।
আজ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন সোনু সুদ । সেখানে তিনি লিখেছেন, 'চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক । এটাই সঠিক সময় । আমাদের বোনেদের পাশে আমাদের সবাইকে দাঁড়াতে হবে । আমাদের বুঝিয়ে দিতে হবে আমাদের সমাজ যথেষ্ট দায়িত্ববান । এটা আমাদের পরীক্ষার সময়, যাঁরা এই ঘটনার শিকার তাঁদের জন্য নয় । আপনারা দায়িত্ববান হোন ।'
আরও পড়ুন: Top Entertainment News Today: বিনোদনের জগতের সেরা খবরগুলি একঝলকে
করোনার প্রকোপ কমতেই কী সমাজসেবা থেকে সরে গিয়েছেন সোনু সুদ ? ব্যস্ত হয়ে পড়েছেন ছবি নিয়ে? একেবারেই নয় । বিহারের কোনও এক অচেনা গ্রামের ছোট্ট চাউমুখী ফের একবার মনে করিয়ে দিল, সোনু সুদ (Sonu Sood) আছেন সোনু সুদ-এই ।
করোনা পরিস্থিতিতে 'মসিহা' হয়ে উঠেছিলেন সোনু সুদ । পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো থেকে শুরু করে খাবার এমনকি অর্থ উপার্জনের ব্যবস্থাও করে দিয়েছিলেন সোনু । করোনা পরিস্থিতিতে সোনুর এই ঝাঁপিয়ে পড়ার খবর আগুনের মতোই ছড়িয়ে গিয়েছিল গোটা দেশে । সাধুবাদ আর ভালোবাসায় সোনুকে ভরিয়ে তুলেছিলেন সমস্ত মানুষ । তবে করোনা পরিস্থিতি কিছুটা স্থিমিত হলেও, মানুষের সেবা করা ছাড়েননি তিনি ।
কিছুদিন আগেই একটি শিশুর জন্ম হয়েছিল চারটি হাত পা নিয়ে । সেই খবর সোশ্যাল মিডিয়া থেকেই জানতে পারেন সোনু সুদ । এরপরেই ওই শিশুর অস্ত্রোপচারের ব্যবস্থা করেন সোনু সুদ। তাঁকে সুস্থ করে বাড়িতে ফিরিয়েও দেন ।
Something that happened in Chandigarh University is very unfortunate. It’s time for us to stand with our sisters and set an example of a responsible society. These are testing times for us, not for the victims.
— sonu sood (@SonuSood) September 18, 2022
Be responsible 🙏