Soumitrisha Kundoo: ছোটপর্দায় ফিরছেন সৌমিতৃষা? জুটি বাঁধছেন কার সঙ্গে?
Soumitrisha Kundoo News: 'ডিয়ার ডিসেম্বর' বলে একটি শো-এর সঞ্চানলা করেছেন সৌমিতৃষা। সঙ্গে ছিলেন রোহন ভট্টাচার্য্য ও বিশ্বনাথ বসু
কলকাতা: ছোটপর্দায় ফের ফিরছেন সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo)? জুটি বাঁধছেন রোহন ভট্টাচার্য্যের (Rohan Bhattacharyya)? সোশ্যাল মিডিয়ায় আজ সেই ছবি সৌমিতৃষা শেয়ার করে নেওয়ার পর থেকেই শুরু গুঞ্জন। তবে না... ছোটপর্দায় ফিরছেন বটে, তবে ধারাবাহিকে নয়। রোহন ভট্টাচার্য্যের সঙ্গে জুটি বেঁধে তিনি একটি শো-এর সঞ্চালনা করেছেন জি বাংলার হয়ে। সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত ছবিই শেয়ার করে নিয়েছেন সৌমিতৃষা।
'ডিয়ার ডিসেম্বর' বলে একটি শো-এর সঞ্চানলা করেছেন সৌমিতৃষা। সঙ্গে ছিলেন রোহন ভট্টাচার্য্য ও বিশ্বনাথ বসু। সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত ছবি শেয়ার করে নিয়েছেন সৌমিতৃষা। অভিজিৎ সেন-এর সঞ্চালনায় এই শো-টির সঞ্চালনা করেছেন তিনি। এটিই তাঁর প্রথম সঞ্চালনা। অন্যদিকে পাশাপাশি ওয়েব দুনিয়াতেও পা রেখেছে সৌমিতৃষা। তাঁর অভিনীত 'কালরাত্রি' বেশ প্রশংসিত হয়েছে দর্শকদের মধ্যে। হইচই-এর তরফে এটাই তাঁর প্রথম কাজ। এর আগে সৌমিতৃষা একটি সিনেমাতেও অভিনয় করেছেন। 'প্রধান' ছবিটিতে দেব-এর সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।
মুক্তির অপেক্ষায় তাঁর আরও একটি ছবি '১০ই জুন'। এই ছবিতে সৌমিতৃষার বিপরীতে অভিনয় করেছেন সৌরভ দাস। এটি সৌমিতৃষার কেরিয়ারের দ্বিতীয় ছবি। এই ছবির শ্যুটিং হয়েছে কলকাতা ও দার্জিলিংয়ে। এই ছবিটিতেও সৌমিতৃষাকে একেবারে অন্য অবতারে দেখা যাবে। অন্যদিকে 'কালরাত্রি' থ্রিলার। সেই ছবিতে একেবারে অন্য অবতারে দেখা গিয়েছে সৌমিতৃষাকে। অনেকেই মনে করছেন সৌমিতৃষাকে এত পরিণত অভিনয়ে এর আগে দেখা যায়নি।
সিরিজের প্রথমেই দেখা যায়, বনেদি বাড়িতে বধূ হয়ে আসে সৌমিতৃষা। কিন্তু এসেই সে বুঝতে পারে, তাঁর স্বামীর অন্য সম্পর্ক রয়েছে। কালরাত্রি-র দিন খুন হয়ে যায় তাঁর স্বামী। আর তারপরেই ঘুরে যায় তাঁর জীবনের মোড়। বাড়ির প্রত্যেকটা মানুষই যেন রহস্যময়। সবাই যেন কিছু না কিছু লুকিয়ে যাচ্ছে। পরিচারিকা বলছেন, বাড়ির প্রত্যেকেই নাকি খুন করতে পারেন। সত্যিটা কী? সেই রহস্য কী খুঁজে বের করতে পারবেন সৌমিতৃষা? সেই গল্পই দেখা যাবে 'কালরাত্রি'-তে।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে