Kanchan-Sreemoyee: '...ভালোবাসা, প্রেম তারপর বিয়ে সব কি করে ঘটে গেল', ১২ বছর পরে কাঞ্চনের সঙ্গে বন্ধুত্ব নিয়ে মুখ খুললেন শ্রীময়ী
Sreemoyee Chottoraj on friendship with Kanchan Mallick: শ্রীময়ীর কথায়,'আজ আমাদের বন্ধুত্বের ১২ বছর। শুরুতে বন্ধুত্বের গভীরতা ছিল না, বন্ধুত্বের মানে ছিল না। যত বছর বাড়ল, ততই বন্ধুত্বের গভীরতা বাড়ল'
কলকাতা: পায়ে পায়ে তাঁদের বন্ধুত্বের ১২ বছর। কিন্তু যেন মনেই হয় না এতদিন পার করে এসেছেন তাঁরা। বন্ধুত্ব থেকে প্রেম, সবই যেন অবলীলায় হয়ে গিয়েছে। আজ সেই বন্ধুত্বের ১২ বছর.. সোশ্যাল মিডিয়ায় নিজের বন্ধুত্বের গভীর কথা শেয়ার করে নিলেন শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chottoraj)। লিখেছেন, কীভাবে গড়ে উঠেছিল তাঁদের বন্ধুত্ব.. কীভাবে সেই বন্ধুত্ব প্রেমে পরিণত হল, সেই কথাই লিখেছেন শ্রীময়ী। বর্তমানে বিবাহিত শ্রীময়ী আর কাঞ্চন মল্লিক (Kanchan Mallick), অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে নতুন জীবন শুরু করেছেন তাঁরা।
শ্রীময়ীর কথায়, 'আজ আমাদের বন্ধুত্বের ১২ বছর। হয়ত শুরুতে বন্ধুত্বের গভীরতা ছিল না, বন্ধুত্বের মানে ছিল না। যত বছর বাড়ল, ততই বন্ধুত্বের গভীরতা বাড়ল। জন্মালো বিশ্বাস এবং একে অপরের প্রতি ভরসা। কিন্তু এই বারোটা বছরের যাত্রা পথ মোটেই সহজ ছিল না। আমাদের প্রচুর ঘাত -প্রতিঘাত, প্রচুর উত্থান-পতনের মধ্য দিয়ে লড়াই করে যেতে হয়েছে। আমাদের এই বন্ধুত্বের সম্পর্ককে সুন্দর একটা শুভ পরিণাম দিয়েছি। বিবাহ বন্ধনের সম্পর্কে আবদ্ধ হয়েছি। শুধুমাত্র আমাদের নিঃস্বার্থ বন্ধুত্বের জোরে আমাদের এই বারোটা বছর বন্ধুত্বের টিকে থাকার কারণ হল, আমাদের বন্ধুত্বে কোন চাওয়া পাওয়া ছিল না। কোন বিশেষ চাহিদাও ছিল না। একে অপরকে ব্যবহার করার প্রয়োজনীয়তা ছিল না। এবং কোন উচ্চ আকাঙ্ক্ষাও ছিল না। শুধু ছিল বিশ্বাস, ভরসা ও নিঃস্বার্থ বন্ধুত্ব আর নিঃস্বার্থ ভালোবাসা। আমরা স্বামী-স্ত্রীর থেকেও নিজেকে এখনও বন্ধু বলে ডাকতে বেশি ভালোবাসি। কারণ আমাদের বন্ধুত্বটা আমাদের কাছে খুব প্রিয় নাম। আমি জীবনে কখনো প্ল্যান করিনি। ভাবিনি এই বন্ধুত্ব , ভালোবাসা, প্রেম তারপর বিয়ে সব কি করে ঘটে গেল, সেটাও জানি না। শুধু একটা জিনিস বিশ্বাস করি it’s all about destiny। আর একটা জিনিস মনে করি, তুমি যদি কোন কিছুর উপর সৎ হও ,তাহলে ঈশ্বর সেটা তোমাকেই দেবেন। কাঞ্চনের কিছু বন্ধু-বান্ধব আর আমার কিছু বন্ধুকে কৃতজ্ঞতা জানাতে চাই, যারা আমাদের এই ১২ বছরের যাত্রাপথে দুঃসময়ে ও সুসময়ে পাশে ছিল এবং আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিল। আজকের দিনে ঈশ্বরের কাছে এটুকুই চাইব আমাদের বন্ধুত্বের বন্ধন যেন মজবুত থাকে ,অটুট হয় এবং দীর্ঘজীবী হয়। Love you বন্ধু।'
আরও পড়ুন: Mimi Chakraborty: 'মেয়েকে নয়, ছেলেকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলুন', আরজি কর আবহে মন্তব্য মিমির
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।