এক্সপ্লোর
Advertisement
শাহরুখ-পুত্র আরিয়ানের সঙ্গে বলিউডে অভিষেক হচ্ছে শ্রীদেবীর ছোট মেয়ে খুশির?
মুম্বই: বলিউডের প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ও চলচ্চিত্র নির্মাতা বনি কপূরের বড় মেয়ে জাহ্নবী কপূর সম্প্রতি 'ধড়ক' সিনেমার মাধ্যমে রূপোলি পর্দায় পা রেখেছেন। তাঁর প্রথম সিনেমায় শাহিদ কপূরের ভাই ইশান খট্টরের সঙ্গে দেখা গিয়েছিল জাহ্নবীকে। শ্রীদেবী-কন্যার প্রথম সিনেমা দর্শকদের প্রশংসা আদায় করে নিয়েছে।
এবার শোনা যাচ্ছে শ্রীদেবীর ছোট মেয়ে খুশির খুব শীঘ্রই সিনে দুনিয়ায় অভিষেক হতে পারে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে পরিবারের ঘনিষ্ঠ বন্ধুকে উদ্ধৃত করে জানানো হয়েছে যে, খুশিকে খুব শীঘ্রই বলিউড সিনেমায় দেখা যাবে। বলিউডে তাঁকেও লঞ্চ করবেন বিশিষ্ট পরিচালক কর্ণ জোহর। কর্ণ বনির কাছ থেকে এর দায়িত্ব নিয়েছেন। যদি খুশির অভিষেক নিয়ে গোপনীয়তা বজায় রাখা হবে। সূত্রের খবর, খুশির বিপরীতে বলিউডে অভিষেক ঘটতে পারে শাহরুখ খানের ছেলে আরিয়ানের।
কপূর পরিবারের ওই বন্ধু সংবাদমাধ্যমকে বলেছেন, এটা পুরোটাই কর্ণ জোহরের গেম প্ল্যান। দেখা যাক এই পরিকল্পনা কতটা সফল হয়।
উল্লেখ্য, জাহ্নবীকেও বলিউডে লঞ্চ করেছেন কর্ণ জোহরই। চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডেকেও 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২' সিনেমার মাধ্যমে বলিউডে লঞ্চ করছেন কর্ণ জোহর। এবার খুশি ও আরিয়ানের বলিউডে অভিষেকের খবর যথার্থ কিনা, তা জানা যাবে আগামী দিনেই।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement