এক্সপ্লোর
'স্ত্রী' বলে মনে করতেন, শ্রীদেবীর মৃত্যুর পর মস্তক মুণ্ডন করলেন এক ব্যক্তি

নয়াদিল্লি: বলিউড অভিনেত্রী শ্রীদেবীর আকস্মিক মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি ভারতীয় সিনে প্রেমীরা। গত ২৮ ফেব্রুয়ারি তাঁর শেষকৃত্যের দিনে সারা দেশ থেকেই তাঁর অগনিত অনুরাগী মুম্বইতে এসেছিলেন। অনুরাগীরা একবার শেষ দেখা দেখতে চেয়েছিলেন তাঁদের প্রিয় অভিনেত্রীকে। এরমধ্যে এমনও এক অনুরাগী রয়েছেন, যিনি এতটাই আবেগবিহ্বল হয়ে ওঠেন যে, প্রয়াত অভিনেত্রীর স্মরণে নিজের মাথা কামিয়েছেন। ওই অনুরাগী মধ্যপ্রদেশের বাসিন্দা। নাম ওম প্রকাশ মেহরা। শ্রীদেবীকে নিজের স্ত্রী বলে মনে করতেন তিনি। গত ৪ মার্চ নিজের গ্রামের লোকজনদের ডেকে মস্তক মুণ্ডন করেন তিনি। এর কারণ হিসেবে ওমপ্রকাশ দাবি করেন, শ্রীদেবী তাঁর স্ত্রী। সেই শ্রীদেবী মারা গিয়েছেন। এজন্যই তিনি মস্তক মুণ্ডন করলেন। ওমপ্রকাশের ঘনিষ্ঠরা জানিয়েছেন, তিনি একেবারে ছোট থেকেই শ্রীদেবীর অনুরাগী । স্কুলে পড়ার সময় শ্রীদেবীর একটা সিনেমা দেখেছিলেন ওমপ্রকাশ। তারপর থেকেই তাঁর ধ্যানজ্ঞান হয়ে ওঠেন শ্রীদেবী। প্রয়াত অভিনেত্রীকে একের পর এক চিঠি লিখেছেন তিনি। একবার শ্রীদেবী তাঁকে দেখা করতে ডেকেও ছিলেন। কিন্তু শেষপর্যন্ত সেই দেখা আর হয়ে ওঠেনি। শ্রীদেবীর এতটাই ফ্যান হয়ে ওঠেন ওমপ্রকাশ যে, শেষপর্যন্ত বিয়েও করেননি। শ্রীদেবীর মৃত্যুর খবর পাওয়ার পর শোকে চারদিন খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছিলেন ওমপ্রকাশ।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















