Srijit Mukherji: শরৎচন্দ্রের উপন্যাস নিয়ে নতুন সিনেমা তৈরি করছেন সৃজিত, অভিনয়ে কে কে?
Srijit Mukherji News: সৃজিতের এই ছবিতে কি থাকবে রাজনৈতিক ছোঁয়া? পরিচালক জানিয়েছেন, তিনি 'পথের দাবি'-র সময়কালকে পর্দায় তুলে ধরবেন তিনি

কলকাতা: প্রযোজক রানা সরকার (Rana Sarkar)-এর সঙ্গে হাত মিলিয়ে নতুন সিনেমা আনছেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। আজ সোশ্যাল মিডিয়ায় নতুন সিনেমার ঘোষণা করেছেন সৃজিত। ছবির নাম, 'এম্পারর ভার্সেস শরৎচন্দ্র'। আগামী বছরের ৩১ অগাস্ট শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের (Sarat Chandra Chattopadhyay) কালজয়ী উপন্যাস 'পথের দাবি'-র ১০০ বছর পূর্ণ হবে। তার আগে, সেই উপন্যাসকে ভিত্তি করেই নতুন সিনেমা আনতে চলেছেন সৃজিত। আগামী বছর, অর্থাৎ ২০২৬ সালের ১ মে মুক্তি পাওয়ার কথা এই সিনেমার।
সেই উপন্যাস, সেই সময়কাল কিংবা শাসকের বিরুদ্ধাচারণ আজও কী ভাবে ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দেয়, এই বিষয়গুলোকে পটভূমিকায় রেখেই আগামী ছবি সাজিয়েছেন সৃজিত। যৌথ প্রযোজনায় শ্রীকান্ত মোহতা-মহেন্দ্র সোনির এসভিএফ প্রযোজনা সংস্থা এবং রানা সরকারের দাগ ক্রিয়েটিভ মিডিয়া। ১৯২৬ সালে মুক্তি পেয়েছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'পথের দাবি'। এই উপন্যাস প্রকাশের পরে, দেশ জুড়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন আরও জোরদার হয়েছিল। এর ফলে, ১৯২৭ সালে বইটিকে সরকারীভাবে নিষিদ্ধ করা হয়। এরপরে, উত্তাল হয়ে ওঠে গোটা দেশ, সবাই সামিল হয় আন্দোলনে। সেই সময়ে আন্দোলনে সামিল হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরও। সেই বিষয়কেই এবার পর্দায় তুলে আনবেন সৃজিত।
সৃজিতের এই ছবিতে কি থাকবে রাজনৈতিক ছোঁয়া? পরিচালক জানিয়েছেন, তিনি 'পথের দাবি'-র সময়কালকে পর্দায় তুলে ধরবেন তিনি। বর্তমান সময়ের সঙ্গে এর কোনও ছোঁয়া থাকবে না। সেই সময়ের বাংলা, ঘটনা এবং ব্যক্তিত্বদের নিয়ে সময় বানাতে চলেছেন সৃজিত। সব ঠিক থাকলে, চলতি বছরের নভেম্বরই সিনেমার শ্যুটিং শুরু করবেন তাঁরা। তবে এখনও পর্যন্ত কাস্টিং নিয়ে মুখ খুলতে নারাজ রানা সরকার বা সৃজিত মুখোপাধ্যায় কেউই। এখনও পর্যন্ত সিনেমার কাস্টিং চূড়ান্ত হয়নি, সেই নিয়ে কথাবার্তা চলছে। ধীরে ধীরে সিনেমার কাস্টিং প্রকাশ্যে আনবেন সৃজিত।
প্রসঙ্গত, ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে সৃজিতের 'লহ গৌরাঙ্গের নাম রে'-র শ্যুটিং। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, দিব্যজ্য়োতি দত্ত। এই ছবিতে ৩টি সময়কালকে তুলে ধরা হবে বলে সৃজিত জানিয়েছেন। এর মধ্যে নটি বিনোদিনী, শ্রীচৈতন্য মহাপ্রভু, গিরীশচন্দ্র ঘোষের মতো চরিত্ররা উঠে আসবে। আবার একজন সুপারস্টার ও আরেকজন পরিচালকের মধ্যের সম্পর্কের কথাও উঠে আসবে। এখনকার সময় থেকে শুরু করে নব্বইয়ের দশকের মতো সময়কালও উঠে আসবে। শ্রীচৈতন্যের সময়কালও উঠে আসবে এই ছবিতে। এই ছবির সবচেয়ে বড় চমক অবশ্যই চৈতন্যদেবের চরিত্রে। এই চরিত্রে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা দিব্যজ্য়োতি দত্তকে
View this post on Instagram






















