এক্সপ্লোর
শাহরুখের ক্যান্সার আক্রান্ত ভক্ত ঢলে পড়লেন মৃত্যুর কোলে, শোকবার্তা জানালেন সুপারস্টার

মুম্বই: দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ার সৌজন্যে সামনে আসে শাহরুখ খানের এক ভক্তরে কথা। তিনি অন্য পাঁচজন সাধারণ ভক্তের মতো নন। ক্যান্সার বাসা বেঁধেছিল তাঁর শরীরে। কিন্তু তাঁর জীবনের একটি শেষ ইচ্ছে ছিল। তাঁর আদর্শ, অনুপ্রেরণা বলিউড বাদশা কিং খানের সঙ্গে দেখা করা। সেইজন্যে তিনি নানা সময় শাহরুখকে নিয়ে বহু জিনিষ করেছেন। কখনও এঁকে তাঁর আদর্শের কাছে পৌঁছেছেন মনে মনে। এদিকে নেটিজেনরা ৫৭ বছর বয়সি অরুণা পিকের কাতর মনোভাব দেখে, নিজেরাই দায়িত্ব নিয়ে শাহরুখের কাছে আবেদন জানাতে শুরু করেন, কিং খান যেন একবার ওই মহিলার সঙ্গে দেখা করেন। শাহরুখও আশাহত করেননি। তিনি ভিডিও কল করে মহিলার সঙ্গে কথা বলেন। প্রতিশ্রুতি দেন, শীঘ্রই তাঁর সঙ্গে দেখা করবেন, তারজন্যে পারফর্মও করবেন। এরপর থেকে মহিলা মৃত্যুশয্যায় শুয়েও অনেকটা চাঙ্গা হয়ে যান। অনেকেই বলেন শাহরুখের এই বার্তাটি তাঁর কাছে অক্সিজেনের মতো কাজ করেছে। তবে সমস্ত স্বপ্ন ভেঙে, সেই অরুণা পিকে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। এই দুঃসময় সেই ভক্তের পরিবারের পাশে দাঁড়িয়ে শোকবার্তা দিতে ভোলেননি বাদশা। তারপর তিনি লেখেন, মা চলে গেলে সন্তানরা কতটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়েন, সেকথা তিনি খুব ভালভাবে জানেন।
.@Arunapk57 @akshatkhot @priyankakhot pic.twitter.com/n3HsXqlaqZ
— Shah Rukh Khan (@iamsrk) October 24, 2017
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















