এক্সপ্লোর
Advertisement
খাঁটি রাজস্থানি খাবার চাখলেন শাহরুখ, বললেন, বারবার আসবেন মরু রাজ্যে
মুম্বই: জব হ্যারি মেট সেজালের প্রমোশনে রাজস্থান গিয়েছিলেন শাহরুখ খান। জয়পুরের একটি নামী রাজস্থানি রেস্তোঁরায় পেট পুরে স্থানীয় খাবার খেলেন তিনি।
সোনার থালা বাটিতে শাহরুখের জন্য স্পেশাল রাজস্থানি থালির ব্যবস্থা করা হয়। একেবারে খাঁটি রাজস্থানি স্টাইলে তাঁকে স্বাগত জানায় রেস্তোঁরা কর্তৃপক্ষ। কপালে টিকা, মাথায় পাগড়ি পরিয়ে আপ্যায়ন করা হয়। গলায় পরানো হয় মালা, উপহার দেওয়া হয় রাজস্থানি তলোয়ার। এরপর খাবার দেওয়া হয় প্রসাদ বিতরণের সোনার থালায়।
ছিলেন স্থানীয় গায়করাও। শাহরুখের কিছু ছবির গান তাঁরা গান, রাজস্থানি ট্যুইস্ট সহযোগে।
এই প্রথম খাঁটি রাজস্থানি খাবার খেলেন এসআরকে। এক থালা খাবারের সামনে প্রথমে খানিকটা ধন্ধেই পড়েছিলেন। কোনটা আগে খাবেন বুঝতে পারছিলেন না। সাহায্যে এগিয়ে আসেন কয়েকজন। তারপর চেটেপুটে রাজস্থানি খাবারের রসাস্বাদন করেন তিনি। বিশেষ করে তাঁকে দেখা গেল ডাল বাটি চুরমায় মন দিতে।
শাহরুখ নিজেও জানিয়েছেন, ডাল বাটি তাঁর দারুণ লেগেছে। এখন তিন মাসে অন্তত একবার করে এখানে আসতে চান।
২ দিনের জন্য জয়পুরে এসেছিলেন শাহরুখ। কিন্তু তাঁর শিডিউল বদলাতে হয়। যোধপুর ট্যুরিস্ট গাইড অ্যাসোসিয়েশন তাদের সাম্মানিক সদস্যপদ দেয় তাঁকে। জব হ্যারি মেট সেজালে শাহরুখ যে ট্যুরিস্টের চরিত্রই করছেন!
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement