Film industry remembers SSR : "যারা স্বপ্ন দেখতে ভালবাসে তাদের কাছে এখনও তুমি অনুপ্রেরণা", সুশান্তে আবেগতাড়িত ফিল্ম ইন্ডাস্ট্রি
মৃত্যুবার্ষিকীতে সুশান্ত সিং রাজপুতকে সোশ্যাল মিডিয়ায় স্মরণ ফিল্ম ইন্ডাস্ট্রির সহকর্মীদের।
মুম্বই : আজ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুবার্ষিকী। অভিনেতার স্মরণে সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে তাঁর ভক্তদের নানা পোস্ট। গত বছর ১৪ জুন মুম্বইয়ের বাড়িতে মৃতদেহ উদ্ধার হয় ৩৪ বছরের এই অভিনেতার। প্রতিভাবান এই অভিনেতাকে শুধু তাঁর ভক্তরাই নন, সোশ্যাল মিডিয়ায় স্মরণ করেছেন ইন্ডাস্ট্রির সহকর্মীরাও।
চিত্রনির্মাতা অভিষেক কাপুরের পরিচালনায় মুক্তি পেয়েছিল "কাই পো চে"। ২০১৩ সালে মুক্তি পাওয়া এই ছবিতে নিজের জাত চিনিয়েছিলেন সুশান্ত। এটাই ছিল সুশান্তের প্রথম ছবি। এর পর অভিষেকের পরিচালনায় মুক্তি পায় সুশান্তের কেরিয়ারের অন্যতম সেরা ছবি "কেদারনাথ"। এহেন অভিষেক কাপুর ইনস্টাগ্রামে লিখেছেন, "আজ এক বছর হল... এখনও অসাড় #omnamahshivaya #sushantsinghrajput #superstar forever."
"সোনচিড়িয়া"য় সুশান্তের বিপরীতে অভিনয় করেছিলেন ভূমি পেডনেকর। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, "তোমাকে মিস করি, যা কথা হয়েছিল সব কিছু । তারাদের থেকে শুরু করে অজানা জিনিস, তুমি আমাকে সেই জগৎটা দেখিয়েছিলে যেটা আমি কখনও দেখিনি। আমি মনে করি, তুমি শান্তি পেয়েছে...আমার মিষ্টি ও কৌতূহলী এসএসআর...ওম শান্তি #Forever #Ssr #Peace #neutronstar."
"দিল বেচারা"-য় সুশান্তের সঙ্গে অভিনয় করেছিলেন শ্বাশত চ্যাটার্জি। তিনি লিখেছেন, "তোমার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত মনে পড়ছে সুশান্ত। স্মৃতি কখনও মুছে যায় না। #remembering #sushantsinghrajput."
"দিল বেচারা"-পরিচালক মুখেশ ছাবরা ট্যুইটারে লিখেছেন, কোনও কিছুই আর একই রকম নেই। যে শূন্যতা তুমি তৈরি করে গেছ, তা এখনও আছে। আশা করি, তোমার সঙ্গে আবার দেখা হবে। তোমায় মিস করি...ভাই #stillnumb #sushantsinghrajput."
ইন্ডাস্ট্রির আরও অনেকেই সুশান্তকে স্মরণ করেছেন। ইনস্টাগ্রামে পুলকিত সম্রাট লিখেছেন, এক বছর হল এই পৃথিবীতে নেই তুমি। একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যখন আমাদের দেখা হয়েছিল, সেই সময়ের কথা মনে পড়ছে। আমরা করমর্দন করে আলাদা আলাদা দিকে চলে গিয়েছিলাম। আবেগ উস্কে দেওয়ার জন্য স্মৃতি খুব মজার ভূমিকা নেয়। আমার এখনও মনে পড়ে সেই সময়টার কথা যখন শুনলাম তুমি আর নেই। মনে হয়েছিল, ব্যক্তিগত ক্ষতি। সেই সংক্ষিপ্ত কথোপকথনের মুহূর্তটা আবার মনে পড়ে গেল। পৃথিবী তোমাকে হারিয়েছে, কিন্তু তুমি এখনও তাঁদের কাছে অনুপ্রেরণা যাঁরা বড় স্বপ্ন দেখতে ভালবাসেন। প্রতিটি ছোট শহরের ছেলেদের কাছে তুমি আশার আলো। তুমি তাঁদের অন্তরে রয়েছ, যাঁরা বিশ্বাস করেন মানুষ দয়ার যোগ্য। যাঁরা স্বপ্ন দেখতে ভালবাসেন, তাঁদের মনে রয়েছ তুমি। তোমাকে জানার সুযোগ হল না, কিন্তু আমরা যদি আবার জীবন পাই, আমি সেই পৃথিবীর অংশ হতে চাইব যেখানে তুমি থাকবে। এমন একটা পৃথিবী যা এর থেকেও দয়ালু। তোমাকে মিস করি, সুশান্ত সিং রাজপুত।"