মেঘের সঙ্গে লুকোচুরি খেলছে ইউভান! ভিডিও ভাগ করে নিলেন শুভশ্রী
জানলা দিয়ে দেখা যাচ্ছে বহুতল, বৃষ্টির দিনে আর্বানার ঝলক তুলে ধরলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় স্টোরিতে ভাগ করে নিলেন মনোরম দৃশ্য।
![মেঘের সঙ্গে লুকোচুরি খেলছে ইউভান! ভিডিও ভাগ করে নিলেন শুভশ্রী Subhashree Ganguly Shares a cute video of his son Yuvaan watching rain মেঘের সঙ্গে লুকোচুরি খেলছে ইউভান! ভিডিও ভাগ করে নিলেন শুভশ্রী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/17/b12daad6efcc400c81a683f416972bc1_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: জানলা দিয়ে দেখা যাচ্ছে বহুতল, বৃষ্টির দিনে আর্বানার ঝলক তুলে ধরলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় স্টোরিতে ভাগ করে নিলেন মনোরম দৃশ্য। শুধু কী তাই, ভিডিওর শেষে দেখা মিলল ছোট্ট ইউভানের। পর্দা থেকে উঁকি দিয়ে বৃষ্টি দেখতে ব্যস্ত সে। কখনও পর্দার আড়ালে মুখ লুকোচ্ছে সে, কখনও পর্দা সরিয়ে হাসি মুখে বেরিয়ে আসছে সে।
সদ্য দুর্গাপুজো গিয়েছে। দিদি দেবশ্রীর বাড়ির পুজোয় সপরিবারে হাজির ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ইউভানকে কোলে নিয়ে প্রতিমা চিনিয়েছেন, ঢাক বাজিয়েছেন, নাচও করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন টুকরো টুকরো ছবি।
পুজোর সপ্তমীর একটি মিষ্টি ভিডিও শেয়ার করেছিলেন রাজ। সেখানে দেখা গিয়েছে, ঠাকুরের বেদিতে ছোট্ট ইউভানকে কোলে নিয়ে বসে আছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অবাক চোখে ঠাকুরের দিকে তাকিয়ে রয়েছে ইউভান। আর শুভশ্রী তাকে শিখিয়ে দিচ্ছেন, এটা মা দুর্গা.. এটা লক্ষী.. সরস্বতী.. কার্তিক.. গণেশ..। ক্যাপশানে রাজ লিখছেন, 'দুর্গাপুজো বাঙালিদের সবচেয়ে বড় পুজো। আমরা মা দুর্গার বাড়ি আসাকে উদযাপন করি। তোমার অবাক চোখ অনেক প্রশ্ন করছে ইউভান। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তুমি সব বুঝে যাবে।'
নবমীর সকালের আরও একটি ভিডিও শেয়ার করেছিলেন রাজ। সেখানে দেখা গিয়েছে, বাড়িতে বাজছে দেব-শুভশ্রী অভিনীত জনপ্রিয় গান 'ঢাকের তালে কোমর দোলে'। সেই গানের সঙ্গে পা মিলিয়েছেন শুভশ্রীও। আর টলোমলো পায়ে মায়ের সঙ্গে তাল মেলানোর চেষ্টা করছে একরত্তি ইউভান। এর আগে একটি ছোট্ট ভিডিও ভাগ করে নিয়েছিলেন রাজ। সেখানে দেখা যাচ্ছে, বিশাল এক ঢাক বাজাতে ব্যস্ত ছোট্ট ইউভান। সঙ্গে রয়েছেন শুভশ্রী। ঢাক বাজানো শেখাচ্ছেন তাঁকে।
সদ্য ছুটি কাটিয়ে ফিরেছেন রাজশ্রী জুটি। সম্প্রতি ছোট্ট ইউভান ও স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে মলদ্বীপে পাড়ি দিয়েছিলেন রাজ ইনস্টাগ্রাম স্টোরিতে একটা আলাদা অ্যালবাম করে ফেলেছিলেন শুভশ্রী। সেখানে কেবলই মলদ্বীপে দিনযাপনের ছবি। সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রতিদিনই রোদমাখা ছবি আপলোড করতেন শুভশ্রী। মলদ্বীপের সমুদ্রে সময় পরিবারকে নিয়ে সময় কাটানোর ছবি। কম জাননি রাজও। সোশ্যাল মিডিয়ায় নীল সমুদ্রের ধারে এই ছবিটি শেয়ার করেছিলেন রাজ। একদিকে পরিচালনা অন্যদিকে বিধায়কের দায়িত্ব, দুইই সামলাচ্ছেন রাজ। কিন্তু তাঁর ফাঁকেও বের করে নিলেন পারিবারিক সময়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)