Suchitra Sen Birthday: একগুচ্ছ গোলাপ দিয়ে অভিনয়ের প্রস্তাব, রাজ কপূরের সঙ্গে কাজ করতে চাননি সুচিত্রা সেন
Suchitra Sen's Unknown Story: সুচিত্রা সেনকে নিয়ে লেখা একটি বই থেকে জানা যায়, একবার মহানায়িকা কাছে ছবিতে অভিনয়ের অফার নিয়ে গিয়েছিলেন রাজ কপূর স্বয়ং
কলকাতা: আজ মহানায়িকা সুচিত্রা সেনের (Suchitra Sen)-এর জন্মদিন। তাঁকে ঘিরে যেমন রয়েছে হাজার হাজার মানুষের ভালবাসা, মোহ.. তেমনই যেন তিনি চির রহস্যময়ী নায়িকা। তাঁর জীবনের বিভিন্ন ছোট ছোট ঘটনা আজও অবাক করে সাধারণ মানুষকে, তাঁর প্রতি শ্রদ্ধা বাড়িয়ে দেয় কয়েকগুণ।
টলিউডে তাঁর রাজত্বের কথা অজানা নয় কারোরই, কিন্তু বলিউডেও পা রেখেছিলেন সুচিত্রা সেন। ১৯৫২ সালে 'শেষ কোথায়' ছবির হাত ধরে প্রথম অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। ১৯৫৫ সালে দিলীপ কুমারের বিপরীতে 'দেবদাস' (Devdash) ছবিতে অভিনয় করেন মহানায়িকা। তবে তাঁর অভিনীত গুলজারের আঁধি (Aandhi) ছবিটি নিয়েই সবচেয়ে বেশি চর্চা হয়েছিল। তবে শোনা যায়, ছবি পছন্দের ক্ষেত্রে বেশ বাছাই করতেন মহানায়িকা।
একবার সত্যজিৎ রায়ের (Satyajit Roy)-এর সঙ্গে কাজ করতে নারাজ হয়েছিলেন তিনি। কারণ সত্যজিৎ রায় শর্ত দিয়েছিলেন, একটি বিশেষ সময়ে তাঁকে কেবল সেই একটা ছবিতেই কাজ করতে হবে। কিন্তু আরও অন্যান্য ছবির কাজ থাকায় সত্যজিৎ রায়ের একটি ছবির জন্য সময় দেওয়া সম্ভব হয়নি তাঁর পক্ষে। কিন্তু কেবল সত্যজিৎ রায় নয়, তাঁর কাছে ছবির অফার নিয়ে গিয়ে খালি হাতে ফিরেছিলেন রাজ কপূরও (Raj Kapoor)!
সুচিত্রা সেনকে নিয়ে লেখা একটি বই থেকে জানা যায়, একবার মহানায়িকা কাছে ছবিতে অভিনয়ের অফার নিয়ে গিয়েছিলেন রাজ কপূর স্বয়ং। কিন্তু সুচিত্রা ছিলেন অন্য ধাঁচে গড়া। তাঁর কথায়, 'আমি পুরুষদের মধ্যে সৌন্দর্য্য খুঁজিনি কখনও, খুঁজেছি ব্যক্তিত্ব, স্পষ্ট কথা। রাজ কপূরের অফার আমি সঙ্গে সঙ্গে ফিরিয়ে দিয়েছিলাম। উনি আমার বাড়িতে এসেছিলেন আমায় চরিত্রটি অফার করার জন্য। আমি কথা বলতে বসতেই উনি আমার পায়ের কাছে বসে পড়ে ছবিতে অভিনয়ের প্রস্তাবের সঙ্গে সঙ্গে একগুচ্ছ গোলাপ উপহার হিসেবে দিতে চান আমায়। চরিত্র অফার করার এই ধাঁচ আমার ভাল লাগে নি। আমি তা ফিরিয়ে দিয়েছিলাম। আমার পায়ের কাছে ওঁর বসে পড়ার ধরণ ভাল লাগেনি।'
'আঁধি' ছবিতে অভিনয় করার সময় সঞ্জীব কুমারের (Sanjeev Kumar) সঙ্গে ভাল সম্পর্ক তৈরি হয়েছিল মহানায়িকার। সুচিত্রা সেন তাঁকে নিয়ে বলেছিলেন, 'আমি সঞ্জীব কুমারের সঙ্গে বন্ধুত্ব করেছিলাম কারণ উনি একজন দুর্দান্ত অভিনেতা হওয়ার সঙ্গে সঙ্গে একজন ভাল মানুষও। কলকাতায় এলেই উনি আমার বাড়ি এসে ঘুরে যেতেন।'
আরও পড়ুন: Ankush Oindrila: পুরনো গানের সুরে-ছন্দে নতুন করে বিয়ের গল্প বললেন অঙ্কুশ-ঐন্দ্রিলা