Hera Pheri 3: 'হেরা ফেরি ৩'-এর টিজারের সঙ্গে আইপিএল যোগ! বড় আপডেট দিলেন সুনীল শেট্টি
Hera Pheri 3: সুনীল শেট্টি জানিয়েছেন যে 'হেরা ফেরি ৩'-এর টিজার ইতিমধ্যেই শ্যুটিং হয়ে গিয়েছে। তবে কবে তা দেখা যাবে তা নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা রয়েছে।

কলকাতা: 'হেরা ফেরি' বলিউডের আইকনিক ছবিগুলির মধ্যে একটি। এই ছবির তৃতীয় পর্ব 'হেরা ফেরি ৩'-এর জন্য দর্শকদের অধীর আগ্রহ রয়েছে। সিনেমাটির যে কোনও আপডেটের জন্য অধীর অপেক্ষায় থাকেন দর্শকেরা। আর এবার, সুনীল শেট্টি (Suniel Shetty) 'হেরা ফেরি ৩' নিয়ে বড় খবর দিয়েছেন। আর সেটা জানার পর থেকেই দর্শকেরা আনন্দে উচ্ছ্বসিত। আপাতত সুনীল শেট্টি তাঁর নতুন ছবির প্রচারে ব্যস্ত। আর তার মধ্যেই বড় আপডেট দিলেন সুনীল। সুনীল শেট্টির ছবি 'কেশরী বীর' মুক্তির জন্য প্রস্তুত। এই ছবির প্রচার সুনীল বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে করছেন। তিনি জানিয়েছেন যে 'হেরা ফেরি ৩'-এর টিজার ইতিমধ্যেই শ্যুটিং হয়ে গিয়েছে। তবে কবে তা দেখা যাবে তা নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা রয়েছে। এবার সুনীল শেট্টি জানালেন, কোথায় তা দেখা যাবে?
কবে মুক্তি পাবে 'হেরা ফেরি ৩'-এর টিজার?
সুনীল শেট্টি একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে, 'আমরা শুটিং শুরু করে দিয়েছি এবং টিজারও শুট করে ফেলেছি। আশা করছি টিজার আইপিএল-এর সময় মুক্তি পাবে। আমি খুব উত্তেজিত। আমরা আগের দুটি ছবিতে যাঁরা কাজ করেছিলাম, এই ছবিতেও তাঁরাই কাজ করছেন। তবে অবশ্যই গল্পটা নতুন হবে।' 'হেরা ফেরি ৩'-এ অক্ষয় কুমার (Akshay Kumar), পরেশ রাওয়াল (Paresh Rawal) এবং সুনীল শেট্টিকে একবার আবার স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। এই ছবিটি প্রিয়দর্শন পরিচালনা করছেন। 'হেরা ফেরি'-র প্রথম পর্বটিও প্রিয়দর্শন পরিচালনা করেছিলেন।
শ্যুটিংয়ের গল্পে সুনীল
সুনীল শেট্টি সদ্য শ্যুটিংয়ের গল্প ও করেছেন। সুনীলের কথায়, 'আমরা তিনজনে যখনই একসঙ্গে কাজ করি, সেটের পরিবেশ মজাদার হয়ে যায়। সত্যি বলতে, সেখানে ওয়ার্নিং বোর্ড লাগানো উচিত। কারণ আমরা মিলে পুরো সেটের পরিবেশ বদলে দিই। প্রিয়দর্শনও বলেন- মজা করতে হলে শটের পর করো।' হেরা ফেরি ৩-এর মুক্তির তারিখ নিয়ে এখনও কোনও আপডেট সামনে আসেনি। দর্শকরা এখন ছবির মুক্তির তারিখের ঘোষণার অপেক্ষায় রয়েছেন।
হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট ২০২৪ -এর সময় অক্ষয় কুমার এই ছবিটিকে ঘিরে গুঞ্জন আরও তীব্র করে তুলেছিলেন। এই ঘোষণার পরে, অনুরাগীরা সোশ্যাল মিডিয়া ভরিয়েছেন মন্তব্যে। আগামীর চ্যালেঞ্জ সম্পর্কে বলতে গিয়ে প্রিয়দর্শন আগেই বলেছিলেন, ‘ হেরা ফেরির তৃতীয় অধ্যায়টি তৈরি করা খুব চ্যালেঞ্জিং হতে চলেছে কারণ অনেক বেশি প্রত্যাশা থাকবে। চরিত্রগুলি বৃদ্ধ হয়ে গেছে এবং সেই অনুযায়ী গল্প বাঁধতে হবে, মানুষের কাছে তা বিশ্বাসযোগ্য করে তুলতে হবে... এগুলি গুরুত্বপূর্ণ বিষয়। আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। দেখি এটা কিভাবে কাজ করে।’






















